Darjeeling: ফের শিলিগুড়িতে উদ্ধার মাদক, পুলিশের জালে বিজেপি কর্মী
Siliguri News: বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
সনৎ ঝা, শিলিগুড়ি: একদিকে বাংলাদেশ। একদিকে নেপাল। লাগায়ো বিহার সীমানা। এমন একটি জায়গায় বারবার পাকড়াও মাদক। শুক্রবার শিলিগুড়িতে ফের মাদক উদ্ধার হল। এবার উদ্ধার ২৫টি নিষিদ্ধ কাফ সিরাপ। মাদককাণ্ডে গ্রেফতার নকশালবাড়ির বিজেপি নেতা। বাংলা-বিহার সীমানার চক্করমাড়ি থেকে গ্রেফতার ওই ব্যক্তি। ধৃতের নাম সুমন বর্মন। তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে বিজেপির প্রার্থী ছিলেন। বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
]
এর আগেও উদ্ধার মাদক:
কদিন আগেও মাদক উদ্ধার হয়েছিল শিলিগুড়ি শহরে। বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল শিলিগুড়ি থেকে। মাটিগাড়ায় একটি বাড়িতে হানা দিয়ে ওই মাদক উদ্ধার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছিল, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। মাদক উদ্ধারের ঘটনায় ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এত পরিমাণ নিষিদ্ধ মাদক কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। যে বাড়িটি থেকে মাদক উদ্ধার হয়েছে। সেটির চেহারা অত্যন্ত সাদামাটা। বাড়িটির উপরে রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি। বাড়িটির দেওয়ার টিনের। শিলিগুড়ির মাটিগাড়ায় এমন একটি সাদামাটা চেহারার বাড়ি থেকে রবিবার উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকার মাদক।
কতজন গ্রেফতার:
মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল মোট ৬ জন। তাদের মধ্যে ২ জন মহিলা। পুলিশ সূত্রের খবর, মাদকচক্রের পাণ্ডা বাড়ির মালকিন পুষ্পা মণ্ডল। ওই বাড়িটি তারই। সেখান থেকেই উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। পুলিশের সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মাদক আনা হয়েছিল মালদার কালিয়াচক থেকে।
পুজোর আগে দক্ষিণবঙ্গেও:
পুজোর আগে দক্ষিণবঙ্গে পর্দাফাঁস হয়েছিল মাদক চক্রের। সেপ্টেম্বর মাসে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ক্যানিংয়ের বাসিন্দা এক ব্যক্তিকে। যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ২১ গ্রাম হেরোইন সহ তাঁকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই নেতার পরিবার, উঠেছিল এমনই অভিযোগ। ধৃতের নাম শওকত লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর নারায়ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে শওকত লস্কর এলাকার হেরোইনে ব্যবসা করছেন। গোপন সূত্রে খবর পেয়ে, রাতে হানা দেওয়া হয় জীবনতলা থানার মনসাপুকুর এলাকায়। পুলিশের দাবি, ২১ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় শওকতকে। দলীয় পঞ্চায়েত সদস্যের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন নারায়ণপুরের পঞ্চায়েত প্রধানও।
আরও পড়ুন: 'নামের পিছনে ম্যান থাকলেই মানুষ নয়, ডোবারম্যান তো কুকুরই', ফের আক্রমণ সুদীপের