Doctors Hunger strike: অনশনকারী চিকিৎসদের শারীরিক অবস্থার অবনতি, ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যের দল
Doctors Hunger strike In Dharmatala: অনশনকারী চিকিৎসদের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাঁদের দেখতে ধর্মতলার ধর্নামঞ্চে যান স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল।
কলকাতা: ১০ দফা দাবি পূরণের জন্য ধর্মতলায় অনশনে বসেছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাত জন জুনিয়র চিকিৎসক। অনশনের পঞ্চমদিনে তাঁদের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর শুনে তাঁদের দেখতে ধর্মতলার ধর্নামঞ্চে গেলে স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি দল। আন্দোলনকারী চিকিৎসদের তরফে জানানো হয়, এই মুহূর্তে অনশনকারীদের সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। শুধুমাত্র মানসিক জোরকে সম্বল করে তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার রাতে খবর পাওয়া যায়, ধর্মতলায় ১০ দফা দাবি পূরণের জন্য অনশনে বসা জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ১১৫ ঘণ্টা ধরে টানা অনশন চালানোর জন্য তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। এই খবর পাওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ধর্মতলার অনশন মঞ্চ তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি দল। সেখানে গিয়ে অনশনরত চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে তারা।
আরও পড়ুন: RG Kar Case: RG করের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা', 'চিঠি সংখ্যা আরও বাড়বে..'
গত শনিবার রাত সাড়ে আটটা থেতে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশন শুরু করেন কলকাতা মেডিক্যাল কলেজের তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা ও অনুষ্টুপ মুখোপাধ্যায়, শম্ভুনাথ মেডিক্যাল কলেজ ওরফে পিজি হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা, নীলরতন সরকার মেডিকেল কলেজের পুলস্ত্য আচার্য্য এবং আরজি কর মেডিক্যাল কলেজের অনিকেত মাহাতো। এই সাতজন অনশনকারীর মধ্যে আরজি কর হাসপাতালের অনিকেত মাহাতোর অবস্থা অত্যন্ত আশঙ্কজনক হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে আন্দোলনকারীদের তরফে। ধর্মতলার অনশন মঞ্চে সাতজন জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থা দেখে বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক তাঁদের অনশন প্রত্যাহার করে নিয়ে অন্যভাবে আন্দোলনের পরামর্শ দেন। কিন্তু, নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা।
পরে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার ওসি এসে চিঠি দিয়ে ধর্মতলা থেকে অনশন অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। অনশনও তুলে নেওয়ারও পরামর্শ দেয়। চিঠিতে উল্লেখ তাঁদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অনশন তুলে নিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে সমস্ত আইনি সাহায্য দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু, তাতে ভ্রুক্ষেপ করেননি আমরণ অনশনে বসা সাতজন চিকিৎসক। তবে রাতের দিকে অনশনরত চিকিৎসদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি দল গিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।