Pujo Tour: বাস-ট্রাম-লঞ্চে শহরতলি-গ্রামের ঠাকুর দর্শন, পুজোয় বিশেষ ব্যবস্থা পরিবহণ দফতরের
Durga Pujo Tour: হাতে আর এক মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাস (Bus), ট্রাম (Tram) ও লঞ্চে কলকাতা (Kolkata), শহরতলি ও গ্রামের ঠাকুর দর্শন। এবছরেও পুজোয় বিশেষ ট্যুরের আয়োজন করছে রাজ্যের পরিবহণ দফতর (West Bengal State Transport Department)। পাশাপাশি কয়েক দিনের মধ্যে শপিং স্পেশাল সরকারি বাসও নামতে চলেছে পথে। নির্দিষ্ট বাস টার্মিনাস এবং অনলাইনে বুকিং করা যাবে।
হাতে আর এক মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। মাস ঘুরলেই পুজোয় ঘোরার প্ল্যানিং শুরু করে দেবে বাঙালি। প্রতি বছরের মতো এবছরও পুজোয় ট্যুরের আয়োজন করছে রাজ্যে পরিবহণ দফতর।
জলপথে উত্তরের বিশিষ্ট পুজো। শহরতলি থেকে কলকাতা বাসে পরিক্রমা। বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা। এসি ট্রামে কলকাতার পুজো পরিক্রমা এবং বনেদি বাড়ির ঠাকুর দেখার আয়োজন করছে রাজ্যের পরিবহণ দফতর।
নির্দিষ্ট বাস টার্মিনাস এবং অনলাইনে বুকিং করা যাবে। এর আগে বাস ও ট্রামে পুজো ট্যুরের আয়োজন করা হলেও লঞ্চে পুজো ট্যুরের আয়োজন এই বছর প্রথম। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আমরা পুজো ট্যুরের আয়োজন করছি। লঞ্চে ট্যুর এবছর নতুন। আগে বাসে ঘোরানো হত।
কয়েক দিনের মধ্যেই শপিং স্পেশাল বাসও নামাচ্ছে পরিবহণ দফতর। এছাড়া পুজোর সময় সারা রাত চলবে সরকারি বাস। ধর্মতলা, শিয়ালদা, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় চালানো হবে বাসগুলি।
আসন্ন দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে উদ্যোগী প্রশাসন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিদ্যুৎ দফতর। খোলা থাকছে একাধিক হেল্পলাইন। পুজোর মরশুমে কোথায় কোনও রকম সমস্যা দেখা দিলে, যাতে সাধারণ মানুষ থেকে পুজোর উদ্যোক্তারা সংশ্লিষ্ট জায়গায় জানাতে পারেন, তার জন্য় খোলা হয়েছে বেশ কয়েকটি হেল্পলাইন।