![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ganga Vilas: যাত্রা শুরুর তৃতীয় দিনেই হোঁচট, গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ
Ganga Vilas Stuck: ক্রুজ আটকে যাওয়ায় ছোট নৌকো দিয়ে পাড়ে আনা হল যাত্রীদের। ৫১দিনের ক্রুজ যাত্রায় ভারত ছাড়াও বাংলাদেশের নদীতেও ঢুকবে এই ত্রুজ।
![Ganga Vilas: যাত্রা শুরুর তৃতীয় দিনেই হোঁচট, গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ Ganga Vilas reached Patna luxury cruise being stuck in Bihar Ganga Vilas: যাত্রা শুরুর তৃতীয় দিনেই হোঁচট, গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/40e8ffed3bc56e8a760aaa56d41a030c1673880221630223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: যাত্রা শুরুর ৩দিনেই হোঁচট, গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস ত্রুজ! নদীর নাব্যতা কম থাকায় বিহারের ছাপরায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ। ১৩ জানুয়ারি বারাণসী থেকে গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫১দিনের যাত্রার ৩দিনের মাথায় বিভ্রাট, নাব্যতা কম থাকায় আটকাল বিলাসবহুল ক্রুজ।
ক্রুজ আটকে যাওয়ায় ছোট নৌকো দিয়ে পাড়ে আনা হল যাত্রীদের। ৫১দিনের ক্রুজ যাত্রায় ভারত ছাড়াও বাংলাদেশের নদীতেও ঢুকবে এই ত্রুজ। ভারতীয় মুদ্রায় বিলাসবহুল এই ত্রুজের প্রতিদিনের ভাড়া ২৫ হাজার টাকা। উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, বাংলাদেশ, অসম-হয়ে ২৭টি নদী পার করার কথা এই ত্রুজের।
'বিশ্বের সবথেকে বড় নদী-প্রমোদতরী'র ৫১ দিন ধরে যাত্রার পরে অসমের ডিব্রুগড়ে পৌঁছনোর কথা ছিল। এই যাত্রাপথে ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্য ছুঁয়ে যাবে এই ক্রুজ। যেগুলির মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
আরও পড়ুন, এবার কর্মী ছাঁটাইয়ের পথে শেয়ারচ্যাট, চাকরি খোয়াচ্ছেন দক্ষ কর্মীরাই!
এই বিলাসবহুল ক্রুজটি আয়োজন করছে যে সংস্থা, তাদের ওয়েবসাইটে ক্রুজ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে এই ক্রুজ যাবে সেটাও বলা হয়েছে সেখানে। যাত্রা শুরুর পর থেকে আট নম্বর দিনে MV Ganga Vilas পৌঁছবে পটনা। বক্সার, রামনগর পেরিয়ে পটনা যাবে এই ক্রুজ। কিন্তু এবার সেখানেই বিপত্তি।
একাধিক শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্র ছুঁয়ে যাবে এটি। বারাণসীর গঙ্গা আরতি, সারনাথ, মায়ং-মাজুলিও যাবে এই ক্রুজ। তিন তলার এই ক্রুজে মোট ১৮টি স্যুট রয়েছে। যাতে ৩৬ জন থাকতে পারেন।
গঙ্গা বিলাসে রয়েছে ১৮টি কক্ষ এবং খোলা জায়গার বারান্দা, ৪০ আসনের রেস্টুরেন্ট রুম এবং স্টাডি রুম, এসি ইন্টারনেট গ্রুপ, স্পায়ের সুবিধা ও সেলুন রয়েছে । এছাড়া রোজই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷
এর আগে গঙ্গা বিলাস ক্রুজ দেখা নিয়ে উৎসাহ ছিলই। ফুলের মালা দিয়ে ও ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় পর্যটকদের । ক্রুজ দেখতে শত শত স্থানীয় মানুষ ঘাটে উপস্থিত ছিলেন। সরকারি আধিকারিক থেকে শুরু করে বিজেপি কর্মী, স্কুলের ছেলেমেয়েদের মধ্যেও এই ক্রুজটি দেখতে প্রচুর উৎসাহ ছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)