Hooghly News: ভোর রাতে ঘুম থেকে উঠে বৃদ্ধা দেখলেন, ঘরে বসে ৪ যুবক, মাথায় লাগানো স্পট লাইট..
Hooghly Bandel Dacoity : আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বৃদ্ধা দেখলেন, ঘরে বসে আছে ৪ যুবক, মাথায় লাগানো স্পট লাইট..
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির ব্য়ান্ডেলের নলডাঙায় ভোর রাতে ডাকাতি। বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল ৪ দুষ্কৃতী। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, ঘরে ঢূকে হাত-পা বেঁধে গয়না লুঠ করে দুষ্কৃতীরা। আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে তারা। বৃদ্ধার দাবি, ৪ দুষ্কৃতীই নেশাগ্রস্ত ছিল, ডাকাতি করতে এসে একজন ঘুমিয়েও পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্য়ান্ডেল ফাঁড়ির পুলিশ।
বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না লুঠ, পেনশনের টাকা নিয়ে পালাল ৪ দুষ্কৃতী
নলডাঙার বাসিন্দা রেনু পাল(৬৮)।তাঁর দুই মেয়ে।বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন, ব্যান্ডেল ওলাইচন্ডীতলায়।ছোটো মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। দু মাস ছোটো মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা।সেসময় বাড়ি বন্ধই ছিল।গত সোমবার নিজের বাড়িতে ফেরেন।আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান।বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক।তাঁদের মাথায় স্পট লাইট লাগানো।বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে, চিৎকার করলে মেরে দেবে।হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয়।আলমারির চাবি নিয়ে আলামারি খোলে।পেনশানের ৩৫ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয়।ব্যাঙ্কের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে।একটা শাড়িও নিয়ে যায়।প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে।
'বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভিতরে রাস্তাগুলিতে পুলিশ যায় না'
বৃদ্ধা বলেন,দুষ্কৃতিদের বয়স ২২-২৪ হবে।নেশা করেছিল প্রত্যেকেই।একজন তো ঘুমিয়েও পরেছিল।ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত,কবে মারা গেছে,মেয়েরা কোথায় থাকে এসবও জেনে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তাঁর আত্মীয়রা।বৃদ্ধার জা মিতা পাল বলেন,আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি।ঘন বসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন।ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে।কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন,'বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয় কিন্তু ভিতরে রাস্তাগুলিতে পুলিশ যায় না।এর আগে পুরনো কোদালিয়া এ ধরণের একটি ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম।দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইব।'
আরও পড়ুন, সৌমেন্দুর জয়ের পরেই 'সন্ত্রাস চালাচ্ছে BJP' ? মমতার নির্দেশে খেজুরি যাচ্ছে TMC-র প্রতিনিধি দল
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।