Howrah Accident News : ধূলাগড়ে ধুন্ধুমার, দুই বাসের সংঘর্ষে আহত একাধিক যাত্রী, বাস ভাঙচুর উত্তেজিত জনতার
Chaos at National Highway : স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ, ধূলাগড়ের সন্ধিপুরে যাত্রী তোলার সময় ধর্মতলাগামী বেসরকারি বাসকে পিছন থেকে ধাক্কা মারে নিউটাউনগামী আরেকটি বেসরকারি বাস।
শুভেন্দু দাস, হাওড়া : পথ দুর্ঘটনা (Accident) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার (Howrah) ধূলাগড়ে (Dhulagorh)। বৃহস্পতিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে (National Highway) দুটি বাসের সংঘর্ষে আহত হন ৬ জন যাত্রী। এরপরই বাস দুটিতে ভাঙচুর (Vandalised) চালান উত্তেজিত জনতা। ভাঙচুরের একটি ভিডিও কার্যত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা যাচ্ছে, কাঠের পাটাতন দিয়ে মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাসগুলির একের পর এক জানালা। কাচের গুঁড়োয় সাদা হয়ে গিয়েছে জাতীয় সড়ক। ভাইরাল হওয়া ভিডিওটি সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
তবে স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ, ধূলাগড়ের সন্ধিপুরে যাত্রী তোলার সময় ধর্মতলাগামী (Esplanade) বেসরকারি বাসকে পিছন থেকে ধাক্কা মারে নিউটাউনগামী (Newtown) আরেকটি বেসরকারি বাস। যার জেরে আহত হন ৬ জন যাত্রী। যার পরই বাসযাত্রী ও উত্তেজিত স্থানীয় জনতা মিলে বাসদুটিতে ভাঙচুর চালায়। যার পরই ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে, পুলিশ সূত্রে খবর, বাস দু’টিকে বাজেয়াপ্ত করা হলেও, ২ চালক পলাতক।
দেখুন- ভাঙচুরের ভাইরাল হওয়া ভিডিও
গোটা ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা ও বাসযাত্রীদের অভিযোগ, জাতীয় সড়কে চলার সময় মাঝেমধ্যেই রেষারেষিতে জড়িয়ে পড়ে বিভিন্ন বাস। যাত্রী তোলাকে কেন্দ্র করে তুমুল গতিতে ছোটে যেগুলি। এদিকে, গতকালই নদিয়ার (Nadia) ফুলিয়ায় বাস উল্টে শিশুর মৃত্যু হয়। আহত হন ১৫ জন। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে দুর্ঘটনা। শান্তিপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।