Kolkata News: বর্ষবরণের আগে শহরে উন্মাদনা, কড়া নিরাপত্তা পুলিশের
Police Security in Kolkata :বর্ষশেষ আর বর্ষবরণ, দুইয়ের উন্মাদনায় ফুটছে তিলোত্তমা। উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত পুলিশ।
কলকাতা: বর্ষশেষ আর বর্ষবরণ, দুইয়ের উন্মাদনায় ফুটছে তিলোত্তমা। উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত পুলিশ (Police)। পাহাড়, সমুদ্র থেকে মরুভূমি। বর্ষবরণের আনন্দে মেতেছে গোটা রাজ্য। ইতিমধ্যেই নিকোপার্ক, পার্কস্ট্রিট-সহ গোটা কলকাতা। শহরে মানুষের ঢল নেমেছে। তবে তার পাশাপাশি যান চলাচলা স্বাভাবিক রাখা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে কলকাতা পুলিশ।
বর্ষশেষ ও বর্ষবরণ উপলক্ষ্যে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির জন্য কয়েক হাজার পুলিশকর্মী মোতায়েন। শহরকে ১০টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদ মর্যাদার অফিসাররা। শহরজুড়ে থাকছে ৫৮টি পিসিআর ভ্যান, ২৩টি পিসিআর ভ্যান থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। ২টি ক্যুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি, পার্ক স্ট্রিট চত্বরে ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। শহরজুড়ে থাকছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ৯৭টি নাকা পয়েন্ট। পার্ক স্ট্রিট ও মিডলটন রো-য়ে প্রস্তুত রাখা হচ্ছে ২টি স্পেশাল কিউআরটি ড্রোনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি চালাবে পুলিশ।
তবে মর্মান্তিক খবর এই যে বছরের শেষ দিনও দুর্ঘটনার (accident) সাক্ষী থাকল মহানগর (kolkata)। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে (tree) ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি (car)। আহত গাড়ির দুই যাত্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোলাঘাট থেকে আসছিল। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। কোনওক্রমে ভিতর থেকে চালক ও আরোহী বেরিয়ে আসেন। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। তবে গাড়ির গতিবেগ বেশি থাকাতেই এই দুর্ঘটনা, প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। কিন্তু চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনা নতুন কিছু নয়।
আরও পড়ুন, 'মহুয়া গোপের মন্তব্য দল অনুমোদন করে না', আবাস বিতর্কে প্রতিক্রিয়া কুণালের
অপরিদিকে, লাস্ট ল্যাপে ২০২২। ২ ঘণ্টা পরেই আসছে ২০২৩। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। প্রস্তুত গোটা রাজ্য, গোটা দেশ। সাল শেষের আনন্দে মজেছে সবাই। পার্ক স্ট্রিট থেকে নিক্কো পার্ক। আলোয় আলোয় সেজেছে তিলোত্তমা। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভাড়ছে আনন্দ-হুল্লোরের ভিড়।বর্ষবরণের জন্য একদিকে যখন প্রস্তুত কলকাতা। অন্যদিকে, তখন ঘড়ির কাঁটা মেনে ইতিমধ্যেই ২০২২ পেরিয়ে ২০২৩-এ পা রেখেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। নতুন বছরকে সাড়ম্বরে স্বাগত জানাল অকল্যান্ড-সিডনি।