Kolkata Police: বড়দিনের ভিড়ের জের, করোনা আবহে বর্ষবরণ উৎসবে রাশ টানতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের
Police Arrangements For New Year Eve : ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এতকিছুর পরেও শুক্রবার ২৫ ডিসেম্বরের পার্ক স্ট্রিট ফিরে আসবে না তো?
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রাজ্যে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এই অবস্থায় ২৫ ডিসেম্বরের পার্ক স্ট্রিটের ছবি ৩১ ডিসেম্বরও ফিরে আসুক, তা চাইছে না কলকাতা পুলিশ (Kolkata Police)। এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে বর্ষবরণের (New Years Eve) উৎসবে রাশ টানাই পুলিশ প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। লালবাজারের তরফে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে ভিড় সামলাতে নেওয়া হচ্ছে একাধিক বিশেষ পদক্ষেপ।
পুলিশ সূত্রে খবর, ২৫ ডিসেম্বরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিট হবে না। ওই রাস্তা দিয়ে গাড়ি চলবে। যাতে রাস্তা দিয়ে বেশি মানুষ হাঁটতে না পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত। পাশাপাশি কোভিড বিধি মেনে চলতে ও ভিড় এড়াতে পাবলিক অ্যাড্রেস সিস্টেম-এ সতর্ক করবে পুলিশ।শুক্রবার থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী। সঙ্গে থাকছে ওয়াচ টাওয়ার। ভিড়ের ওপর নজরদারি চালাতে ওড়ানো হবে ড্রোন। পাশাপাশি থাকছে সাদা পোশাকে পুলিশের নজরদারির ব্যবস্থা।
পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে প্রতি বছরই বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য চোখে পড়ে। এবছর তা এড়াতে পুলিশ কর্মীদের সতর্ক করা হয়েছে। করোনা আবহে ইতিমধ্যে শহরের বহু অভিজাত ক্লাব বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তা সত্বেও ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এতকিছুর পরেও শুক্রবার ২৫ ডিসেম্বরের পার্ক স্ট্রিট ফিরে আসবে না তো?
আরও পড়ুন- কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল
একঝলকে বর্ষবরণের রাতে পুলিশি ব্যবস্থা-
- ২৫ ডিসেম্বরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিট হবে না।
- ওই রাস্তা দিয়ে গাড়ি চলবে। যাতে রাস্তা দিয়ে বেশি মানুষ হাঁটতে না পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত।
- কোভিড বিধি মেনে চলতে ও ভিড় এড়াতে পাবলিক অ্যাড্রেস সিস্টেম-এ সতর্ক করবে পুলিশ।
- শুক্রবার থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী।
- সঙ্গে থাকছে ওয়াচ টাওয়ার। ভিড়ের ওপর নজরদারি চালাতে ওড়ানো হবে ড্রোন।
- থাকছে সাদা পোশাকে পুলিশের নজরদারির ব্যবস্থা।