Kolkata Slum Uttaran: প্রোমোটারদের দখলদারি রুখতে উদ্যোগ, উত্তরণের জন্য নয়া সিদ্ধান্ত ঘোষণা মেয়রের
প্রোমোটারদের দখলদারি রুখতে কলকাতার সব বস্তি বা উত্তরণকে ঠিকা জমির আওতায় আনা হবে বলে ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: প্রোমোটারদের দখলদারি রুখতে বস্তি বা উত্তরণকে (Kolkata Slum Uttaran ) ঠিকা জমির আওতায় আনা হবে বলে ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি তাঁদের 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতাতেও আনা হবে বলে ঘোষণা করছেন তিনি। এতে ঝুপড়ি অঞ্চলে প্রোমোটারদের থাবা বসানো বন্ধ হবে বলে মনে করছেন ফিরহাদ হাকিম। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
প্রোমোটারদের দখলদারি রুখতে উদ্যোগ: প্রোমোটারদের দখলদারি রুখতে কলকাতার সব বস্তি বা উত্তরণকে ঠিকা জমির আওতায় আনা হবে বলে ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। ১৯৮১-র ঠিকা প্রজা (টেনান্সি) আইনের অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাঁদের 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতাতেও আনা হবে বলে ঘোষণা করছেন তিনি। ফিরহাদ হাকিম জানিয়েছেন, "উত্তরণের যাতে উত্তরণ হয় সেটা দেখার দায়িত্ব আমরা সবক'টাই বাংলার বাড়ি করে দেব। ঠিকা টেনেনসি অ্য়াক্টে আন্ডারে চলে আসবে।''
বৃহস্পতিবার রাতে চক্রবেড়িয়ার পদ্মপুকুর লেনে ভস্মীভূত হয়ে যায় দুটি ঝুপড়ি। রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। প্রোমোটার আগুন লাগিয়েছে বলে তাঁর কাছে অভিযোগ করেন বাসিন্দারা। এরপরই শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে এই ঘোষণা করলেন কলকাতার মেয়র। ফিরহাদ হাকিম জানিেছেন, "চক্রবেড়িয়া লেন। সেখানে লোকেরা বলছিল যে প্রোমোটার গ্রুপ ঢুকে সেখানে কিছু লোককে টাকা দিয়ে গুন্ডামি করে সেখান দিয়ে ...করছেন। আর সেখানে একটা আগুন লেগেছে। ওঁরা সন্দেহ করছেন যে প্রোমোটারেরই কাজ। ৭২ ওয়ার্ডেও এরকম দু'টো বস্তি সেগুলো প্রোমোটারের থাবায়। গরিব মানুষ হয় হুমকি নয় টাকা নিয়ে তাঁরা কলকাতা ছেড়ে দিচ্ছেন। প্রোমোটারদের এই থাবা বস্তি এরিয়ায় থাবা বন্ধ হবে বলে আমি আশা রাখি।''
কলকাতায় জমিদারেরা এক সময়ে তাঁদের প্রজাদের বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করেছিলেন। কলকাতার বস্তি এবং খালপাড়ের দু’ধারের জমিতে ঠিকা প্রজারা বস্তি গড়ে তুলেছিলেন। জমিদারিপ্রথা বিলোপের পরে ওই সব জমির মালিকানা সরকারের হাতে চলে আসে। পরে, এনিয়ে আইন তৈরি হয়। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার জানিয়েছেন, "কলকাতা সাড়ে ৩ হাজার বস্তি আছে। সবার চরিত্র এক নয়। কোনওটা ঠিকা জমিতে। কোনওটা ব্যক্তিগত। কোথাও সরকারি জমিতে কীভাবে এর আওতায় আনা যাবে সেটাই দেখার।''






















