Murshidabad News : পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বহরমপুরে DYFI-এর অভিযান ঘিরে তুলকালাম
DYFI Agitation : পুলিশ সূত্রে দাবি, অনুমতি না থাকায় এসপি অফিসে ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি DYFI-নেতা কর্মীদের।

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে DYFI-এর অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন DYFI-এর নেতা-কর্মীরা। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। অনুমতি না থাকায় মিছিল আটকানো হয় বলে দাবি পুলিশের।
পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি
শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে DYFI-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাধল বহরমপুরে (Baharampore)। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, ব্যারিকেড টপকানোর চেষ্টা। উঠল স্লোগান। অবাধ ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023), নিয়োগ দুর্নীতিকাণ্ডে দোষীদের গ্রেফতার, মেধার ভিত্তিতে নিয়োগ-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বহরমপুরে এসপি অফিস অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন।
বহরমপুর টেক্সটাইল মোড়ে পুলিশ (Police) মিছিল আটকাতেই শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন DYFI-এর নেতা কর্মীরা। ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেছেন, 'শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আমরা পথে নেমেছি। পুলিশ আমাদের ওপর আক্রমণ করেছে'। পাল্টা তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বলেছেন, 'বামেরা তো কোনওদিন নিরপেক্ষ ভোট করেনি। তাই ওরা এসব বলছে'।
আরও পড়ুন- কালিয়াগঞ্জ জুড়ে ১৪৪ ধারা জারি,বন্ধ ইন্টারনেট পরিষেবা
পুলিশ সূত্রে দাবি, অনুমতি না থাকায় এসপি অফিসে ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি DYFI-নেতা কর্মীদের। বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে।
কয়েক সপ্তাহ আগেই রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে শিলিগুড়িতে (Siliguri) উত্তরকন্যা (Uttarkanya) অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধেছিল। DYFI-এর মিছিল ঘিরে তুলকালাম বাঁধে। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভ চলে। যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট, লাঠির বাড়ি । পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস চালায়। যারপর বল প্রয়োগ করে কার্যত টেনে-হিঁচড়ে একে একে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ (Police)। ধুন্ধুমারের মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সহ আটক ৩২ জন করা হয়। মিছিল থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষীকে। ধুন্ধুমারের মাঝে আহত হন ২ DYFI কর্মী ও ১ পুলিশকর্মী।
আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !






















