NCRB Report: 'বধূ নির্যাতন, অ্যাসিড হানা, পণ না পেয়ে হত্যায় ভয়াবহ পরিসংখ্যান' অমিত মালব্যর ট্যুইট খোঁচা
West Bengal Reports Highest Domestic Violence : ২০২১ সালের বধূ নির্যাতন, অর্থাৎ বিবাহিত মহিলার উপর গার্হস্থ্য হিংসার রিপোর্টে বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে ধরা পড়েছে।
কলকাতা : দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ সালের রিপোর্টের ভিত্তিতে তিলোত্তমার মাথায় নয়া পালক যুক্ত হল। মাঝে ২০১৯ সালটিকে বাদ দিলে, গত চার বছরে এই নিয়ে তৃতীয় বার কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এই রিপোর্টকে হাতিয়ার করেই এবার এ বার বিজেপি-র বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। ট্যুইটারে সরাসরি অমিত শাহর (Amit Shah) উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে পরিসংখ্যানের অপর দিক দেখিয়ে খোঁচা দিয়েছে বিজেপি।
আরও পড়ুন :
বাংলাকে দেখে শিখুন, কলকাতা 'নিরাপদতম' হতেই শাহকে নিশানা অভিষেকের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র রিপোর্টকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষকের ট্যুইট, NCRB জানিয়েছে, মহিলাদের বিরুদ্ধে অপরাধে দেশের ৫টি শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। পণের দাবিতে হত্যার পাশাপাশি, গার্হস্থ্য হিংসা ও অ্যাসিড হামলার মতো অপরাধের ক্ষেত্রে ভয়াবহ পরিসংখ্যান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড। তাঁর দুই মহিলা মন্ত্রীকে গান্ধী মূর্তির নিচে প্রতিবাদ অবস্থানে বসার নির্দেশ দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর।
NCRB says WB is among top five states in crimes against women, worst in domestic violence and acid attacks, among top five in dowry deaths.
— Amit Malviya (@amitmalviya) August 31, 2022
This is Mamata Banerjee’s report card as HM. She should perhaps ask two of her women ministers to sit in protest under the Gandhi statue…
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (National Crime Record Bureau) ২০২১ সালের বধূ নির্যাতন, অর্থাৎ বিবাহিত মহিলার উপর গার্হস্থ্য হিংসার রিপোর্টে বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে ধরা পড়েছে। কারণ দেশের অন্য রাজ্যের তুলনায় বাংলায় মহিলাদের শ্বশুরবাড়িতে স্বামী এবং অন্যদের হাতে মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বলে উঠে এসেছে পরিসংখ্যানে (Domestic Violence)।
অন্যদিকে, মহিলাদের নিরাপত্তাতও দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে কলকাতা। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের নিরিখে মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় একেবারে শেষে রয়েছে কলকাতা। কেন্দ্রীয় রিপোর্ট নিয়ে কলকাতা পুলিশের বক্তব্য, "এই পরিসংখ্যান আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির জায়গা নেই।