Bangladeshi Arrested : নদীতে সাঁতার কেটে হাকিমপুর বর্ডার হয়ে ভারতে অনুপ্রবেশ, বিধাননগরে গ্রেফতার বাংলাদেশি
সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন বস্তি এলাকায় বেশ কয়েকদিন ধরেই বসবাস করছিল অভিযুক্ত ইয়াসিন আলি।
রঞ্জিত সাউ, বিধাননগর : ফের ভারতে বেআইনি অনুপ্রবেশ। বিধাননগর পুলিশের হাতে পাকড়াও বাংলাদেশের নাগরিক। অভিযুক্ত ইয়াসিন আলিকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন বস্তি এলাকায় বেশ কয়েক দিন ধরেই বসবাস করছিল অভিযুক্ত ইয়াসিন আলি। খবর পেয়ে আজ সকালে সেই বস্তিতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকেই ইয়াসিন আলিকে গ্রেফতার করা হয়।
পুলিশের জেরায় ইয়াসিন জানায়, সে বাংলাদেশের সাতফিরা এলাকার বাসিন্দা। বেশ কিছু দিন আগে নদীতে সাঁতার কেটে প্রবেশ করে ভারতের হাকিমপুর বর্ডার এলাকায়। সেখান থেকে বাস রুট ব্যবহার করে সল্টলেকে এসে গা ঢাকা দেয়। মূলত চাকরির সন্ধানে ভারতে প্রবেশ করেছিল বলে পুলিশি জেরায় সে জানিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
আরও পড়ুন ; চালকের কাছে ৯টি অবৈধ বাংলাদেশি পাসপোর্ট, পেট্রাপোল সীমান্তে আটক গাড়ি
তার কাছ থেকে কোনও বৈধ নথি উদ্ধার হয়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে ইয়াসিনের ভারতে প্রবেশের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না বা তাকে কেউ অনুপ্রবেশে সাহায্য করেছিল কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
আরও পড়ুন ; বেআইনিভাবে ভারতে প্রবেশ, দাসনগরে গ্রেফতার বাংলাদেশি
এর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশের কারণে গত জুলাই মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এক বাংলাদেশি। তাকে দাসনগর থানার পুলিশ গ্রেফতার করে। নাম ইসরাফিল মাতব্বর। বয়স ৩২ বছর। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা ইসরাফিল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এরপর হাওড়ার দাসনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ছাতা সারাইয়ের কাজ করছিল সে। দাসনগর থানার পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে কোনও কাগজপত্র না থাকায় ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়।