Bhatpara News: নিজের মাকে গুলি করল ছেলে, ফের আতঙ্ক ভাটপাড়ায়
Bhatpara Murder Case: নিজের মাকে গুলি করল ছেলে। অভিযুক্ত ছেলেকে আগ্নেয়াস্ত্র-সহ ধরেছে ভাটপাড়া থানার পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিজের মাকে গুলি করল ছেলে (Bhatpara Murder Case)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায়। বছর ষাটের সালিমা বিবির অভিযুক্ত ছেলেকে আগ্নেয়াস্ত্র-সহ ধরেছে ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police)।
মদ্যপ অবস্থায় নিজের মাকে গুলি
জানা গিয়েছে, প্রায়শই মদ্যপ অবস্থায় থাকত অভিযুক্ত ছেলে। এবারও মদ্যপ অবস্থায় থাকাকালীন নিজের মাকে গুলি করে সে। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে ? কোথা থেকেই বা সে পেল ওই আগ্নেয়াস্ত্র ? তা এখনও প্রকাশ্যে আসেনি। আশা করা হচ্ছে, পুলিশি জেরা পরেই সব কিছু উঠে আসবে। অপরাধের পর অপরাধ ঘটেই চলেছে উত্তর ২৪ পরগণার এই এলাকায়। একেতো বোমাবাজি, এবার আরও এক হত্যাকাণ্ডের ঘটনায় বড়সড় প্রশ্ন উঠেছে।
শিরোণামে বারবার এসেছে এই এলাকা
প্রসঙ্গত, রাজ্যে সবথেকে অধিক পরিমাণে অপরাধমূলক কাজ বিশেষ করে বোমাবাজির জন্য একাধিকবার শিরোণামে এসেছে এই এলাকায়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও বোমা উদ্ধার হয়েছে ভাটপাড়া থেকে ভাটপাড়া পুরসভায় ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছনদিক থেকে উদ্ধার হয় ৫০টি বোমা। পুলিশ সূত্রে খবর, একটি প্লাইউড দিয়ে ঢাকা ছিল ওই বোমাগুলি।
কান টানলেই মাথা আসে
কান টানলেই মাথা আসে। ভাটপাড়া শুনলেই জগদ্দল আসে। এই এলাকাও গত কয়েকদিনে কম ঝড় বয়ে যায়নি। জগদ্দলে জুটমিলের শ্রমিককে শ্যুটআউট করা হয়। খুনের পর বোমাবাজির অভিযোগ। পরপর বোমা ছোড়ার অভিযোগ আসে। জগদ্দলের সার্কাস ময়দানে গুলিবিদ্ধ হন বছর চব্বিশের এক যুবক। এরপর থেকে আতঙ্কে কাঁটা গোটা ভাটপাড়া। সেই আতঙ্ক আরেকটু উসকে এবার মা-কে খুন করার ঘটনা ঘটল ভাটপাড়ায়।
আরও পড়ুন, মালদায় আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতার ছেলের সঙ্গে গ্রেফতার ৩
অর্জুনের প্রতিশ্রুতি
এদিকে ব্যবসায়ী খুন থেকে একের পর এক অপরাধমূলক কাজের পর আগের থেকে আরও কড়া পুলিশ প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতিতে কড়া হলেও, কাজের কাজ নাকি কিছু দেখতে পাচ্ছে নাকি বিরোধীরা। সম্প্রতি একটি অপরাধমূলক ঘটনার পর অর্জুন সিংহকে বলতে শোনা যায়, 'শুনেছি, অপরাধীদের এলাকা দখলের লড়াই চলছে। পুলিশ প্রশাসন তদন্ত করছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।' তবে অর্জুনের বিজেপি বিয়োগের পর এসব কথায় আর চিড়ে ভেজে না পদ্ম শিবিরে।