Kunal Ghosh: 'অভিষেকের পুজো দেওয়া ঠেকাতে, অসভ্যতা BJP-র..', কী মন্তব্য কুণালের ?
Kunal attacks BJP Central Force on Abhishek issue: অভিষেকের ঠাকুর নগর সফরে বিক্ষোভের ইস্যু নিয়ে সোশ্যাল পোস্টে কুণালের নিশানায় বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী। কী বললেন তিনি ?
উত্তর ২৪ পরগনা: অভিষেকের ঠাকুর নগর সফরে বিক্ষোভের ইস্যু নিয়ে সোশ্যাল পোস্টে কুণালের নিশানায় বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী। মূলত অভিষেকের ঠাকুরনগর সফরের মাঝেই গতকাল দেখানো হয় কালো পতাকা। মূল মন্দির শুধু বন্ধ করেই যবনিকা পতন নয়, বের হবার সময় ওঠে 'অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর..' স্লোগান। তবে স্থান-কাল-প্রেক্ষাপট আলাদা হলেও এমন দৃশ্য আগেও দেখেছে বাংলা। কখনও পার্থ চট্টোপাধ্যায় আবার কখনও অনুব্রত মন্ডলও স্লোগান শুনেছেন আগেও। তবে এবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই তালিকা থেকে বাদ গেলেন না। আর এনিয়ে এদিন সাংবাদিক বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এদিন ফেসবুকে কুণাল ঘোষ বলেন,' ঠাকুরনগরে অভিষেকের পুজো দেওয়া ঠেকাতে, বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর অসভ্যতা, হামলার ঘটনা নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক। ছিলেন চিকিৎসক শশী পাঁজা, মমতা বালা ঠাকুর।' এএনআই সংবাদ সংস্থার সাক্ষাৎকারে কুণাল ঘোষ জানিয়েছেন, অভিষেকের নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে। আর এতেই ভয় পেয়ে বিক্ষোভ করেছে, বলে গেরুয়া শিবিরকে তোপ দাগেন কুণাল ঘোষ। এর পাশাপাশি, তিনি আরও বড় অভিযোগ তোলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তিনি বলেন, তাঁরা জুতো পরে মন্দিরে ঢুকে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে অভিষেকের পুজো দিতে বাধা দিয়েছে।'
#WATCH | West Bengal: BJP people closed the temple and tried to stop Abhishek Banerjee from entering the temple. BJP is scared of Abhishek Banerjee's Nabojowar (mass outreach campaign) & that is why they are doing it. We will worship in that temple after winning the election: TMC… pic.twitter.com/DEXtdr5XiM
— ANI (@ANI) June 11, 2023
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া ঠাকুরবাড়িতে ঢোকার আগে গতকাল তুমুল বিক্ষোভ হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল মূল মন্দির, দেখানো হয় কালো পতাকা। বেরনোর সময় উঠেছিল চোর স্লোগান। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ বলতে থাকেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর।' কেউ আবার সুর চড়িয়ে বলেন, 'কয়লা চোর, গরু চোর।' ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছিল। যদিও গতকাল তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠাকুরবাড়ি সফরের আগে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিল রাজ্য পুলিশ। তা দেখেই ছুটে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) সাংসদ ও ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর।'বাড়িতে পুলিশ কেন, অভিষেক কে'? প্রশ্ন তুলেছিলেন তিনি। অভিযোগ, এর পর রাজ্য পুলিশের কর্মীদের সরিয়ে দেন শান্তনু। ঠাকুরবাড়িতে ভোটের আগে আসতেই বা হবে কেন, বলেও প্রশ্ন তোলেন তিনি।
এ নিয়ে প্রশ্ন করলে শান্তনু বলেন, 'অভিষেক কে? কোন মন্ত্রী ও ? বাংলার মন্ত্রী না কেন্দ্রের? এত সাজগোজ হচ্ছে, মন্ত্রী এলেও হয় না, প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, তখনও হয়নি। ও কে? সাধারণ সাংসদ। ওর লোকসভায় এসব হোক। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, সাংসদ হিসেবে অভিষেক কে ? সূর্যের আলোয় চাঁদ যেমন আলোকিত হয়, ও তাই হয়েছে। ব্যক্তিগতভাবে ও যেমন সাংসদ, আমিও সাংসদ। ভোটের আগে ঠাকুরবাড়িতে এই মুহূর্তে কী আছে ?'
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
শুধু তা-ই নয়, ঠাকুরনগর বন্ধ করা হয়েছিল মূল মন্দির, ভাঙা হয় তোরণ। মন্দির বন্ধে ঠাকুরনগরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। সেই কারণে মূল মন্দিরে পৌঁছতে পারেননি অভিষেক। পরে পুজো দেন পাশের মন্দিরে। যান বীণাপানি দেবীর ঘরে। অভিষেক ঘুরে চলে গেলে, গোবর-জল দিয়ে ঠাকুরবাড়ি এবং সংলগ্ন এলাকা শোধন করা হবে বলে আগেই জানিয়েছিলেন শান্তনু।
West Bengal: War of words between TMC, BJP over ruckus at Thakurbari temple
— ANI Digital (@ani_digital) June 11, 2023
Read @ANI Story | https://t.co/pnDqLKSQtl#SuvenduAdhikari #AbhishekBanerjee #WestBengal pic.twitter.com/R2ihLO8jN6