Weather Update: প্রখর রোদে 'ঝলসে যাবে' জেলা ! মেঘ থাকলেও বৃষ্টি হবে কি ?
Weather Update: সপ্তাহের শুরুতেই ভোগাবে গরম, আজ দিনভর প্রখর রোদের সাক্ষী থাকবে দুই দিনাজপুর।
Weather Update: সপ্তাহের শুরুতেই ভোগাবে গরম, আজ দিনভর প্রখর রোদের সাক্ষী থাকবে দুই দিনাজপুর। প্রচণ্ড গরমে গায়ে জ্বালা ধরাবে রোদ। সঙ্গে দোসর হবে ঘাম। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে।
হাওয়া অফিস বলছে, সকাল ৬টার মধ্যেই তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬ কিলোমিটার। তবে সকাল থেকেই ভোগাবে আপেক্ষিক আদ্রতা। দিনের সর্বোচ্চ আদ্রতার পরিমাণ হতে পারে ৯৩ শতাংশ। হাওয়া মোরগ বলছে, দুপুরের আগেই গরমে ওষ্ঠাগতহবে প্রাণ। ঘামের সঙ্গে জ্বালা ধরাবে রোদ ।
জেলার বেশকিছু অংশে আদ্রতার পরিমাণ বৃদ্ধি হওয়ায় অস্বাভাববিক তাপমাত্রা অনুভূত হবে। রোদের এই তাপ চলতে পারে আরও বেশকিছু দিন। সেই ক্ষেত্রে জেলার বহু অংশে রোদের তাপে নাভিশ্বাস উঠতে পারে এলাকাবাসীর। বর্তমানে এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে দুই জেলার তাপমাত্রা। সোমবার দুপুরের আগেই দুই দিনাজপুরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁতে পারে। তবে বেলার দিকে মেঘের আনাগোনা দেখা যেতে পারে জেলার বিভিন্ন অংশে।
আবহাওয়া অফিস বলছে, মেঘ দেকা গেলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই সপ্তাহের শুরুতে। বঙ্গে এই গরম চলতি সপ্তাহে বজায় থাকবে।তবে এখনই কালবৈশাখী আশার কোনও সম্ভাবনা নেই।তাই বিকেলের দিকে ঝড়ের পর তাপমাত্রা কমার কোনও আশা দেখতে পারছে না বঙ্গবাসী। এখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সারা রাজ্যে।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি