(Source: ECI/ABP News/ABP Majha)
Kali Puja 2024: সূর্যের মুখ দেখেন না মা, খোলা আকাশেই আরাধনার প্রস্তুতি রায়গঞ্জে
North Dinajpur News: কথিত আছে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো প্রায় পাঁচশো বছরেরও বেশি প্রাচীন বলে।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: পুজোর (Kali Puja 2024) দিনেই শুরু হয় প্রতিমা গড়ার কাজ। ৫০০ বছরের পুরনো মা কালী সূর্যের মুখ দেখে না। পুজো শেষ হলেই তার নিরঞ্জনের রীতি। রীতি মেনে খোলা আকাশের নিচেই আরাধনার প্রস্তুতি।
মায়ের আরাধনার প্রস্তুতি: রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো প্রায় পাঁচশো বছরেরও পুরনো। ততকালীন দিনাজপুরের জমিদার মহারাজা গিরিজানাথ রায় বাহাদুরের হাতে মায়ের পুজো শুরু হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক গল্পকথা। শোনা যায় একটা সময় দিনাজপুরের রাজা ঘোড়ার গাড়ি করে এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আচমকাই গাড়ির চাকা আটকে যায়। শত চেষ্টাতেও গাড়ি এগোয়নি। সেদিন রাতেই রাজাকে মা স্বপ্নাদেশ দেন যে, এই স্থানে পুজো করার জন্য। সেই নির্দেশ মেনেই রাজার হাতে পুজো শুরু হয় এখানে। জমিদার গিরিজানাথ রায় বাহাদুরের হাত ধরেই পুজো শুরু হয় এখানে।
বর্তমানে স্থানীয় মন্দির কমিটির সদস্যরাই পুজোর আয়োজন করে থাকেন। দেবীর স্বপ্নাদেশ মেনে মন্দির তৈরি হলেও মন্দিরের কোনও ছাদ নেই। খোলা আকাশের নিচেই পূজিতা হন মা। এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হল দেবী সূর্যের মুখ দেখেন না। কালীপুজোর দিন সকাল থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। রাতে মন্দিরে বৈষ্ণব মতে দেবীর পুজো হয়। আর সূর্যাস্তের আগেই নদীতে সেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আগে পুজোতে পাঁঠাবলির নিয়ম ছিল। যদিও সেই প্রথা তুলে দেওয়া হয়েছে ১৯১৮ সাল থেকে। পুজো কমিটির সম্পাদক বলেন, "প্রায় পাঁচশো বছরের এই প্রাচীন পুজো। যা দেখতে বিভিন্ন জেলা এমনকি ভিনরাজ্য থেকেও থেকে প্রচুর মানুষ আসেন। মায়ের কাছে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রাচীন রীতি মেনেই দেবীর পুজো সম্পন্ন হয় এখানে। প্রতিবছর বহুভক্তের ভীড় হয় মন্দিরে।"
অন্যদিকে, প্রাচীন প্রথা মেনে এখনও মা তারার আরাধনা হয় বালুরঘাটের রঘুনাথপুরে। কথিত আছে, বালুরঘাটের রঘুনাথপুরে আত্রেয়ী নদীর পাশে, জঙ্গলে ডাকাতদের হাতে শুরু হয় তারা কালীর পুজো। তারাই মাটি দিয়ে প্রতিমা গড়ে পুজো করত মায়ের। পুজোর রাতেই বিসর্জন দেওয়া হত প্রতিমা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ছবিটা। এখন জঙ্গলের বদলে গড়ে উঠেছে জনবসতি। আর স্থানীয় মানুষই দায়িত্ব নিয়েছেন পুজোর। তবে প্রথা রয়েছে একই। দীপান্বিতা অমাবস্যায় রীতি মেনে পুজো করা হয় মায়ের। কোনওরকম বলি ছাড়াই দেবীকে করা হয় আরাধনা। প্রথা অনুযায়ী, পুজোর দিনই ,আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kali Puja 2024: পুজোর রাতে শোল মাছ পোড়া নিবেদন, সোনা-রুপোর মুণ্ডমালায় সাজ বড় তারার