Opposition Meeting: বিরোধী জোট গঠনে নয়া মোড়, মমতার অনুরোধে সাড়া, বৈঠক ডাকলেন নীতীশ
পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ।
আশাবুল হোসেন, কলকাতা: ২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেস। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ।
বৈঠক ডাকলেন নীতীশ: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিরোধী ঐক্য গড়তেই কি এই তৎপরতা? এমন প্রশ্নই বারবার উঠে আসছে রাজনৈতিক মহলে। গত ২৪ এপ্রিল নবান্নে মুখোমুখি সাক্ষাত হয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। সঙ্গে ছিলেন তেজস্বী যাদবও (Tejashwi Yadav)। মিনিট ৩৫ নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে হয় বৈঠক। গত ২৪ মার্চ কালীঘাটে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) প্রধান কুমারস্বামীর সঙ্গে বৈঠক করেন তৃণমূলনেত্রী। পরে ২০ এপ্রিল ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী। তাঁর কালীঘাটের বাড়িতে এসে দেখা করে যান সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও।
চলতি সপ্তাহে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। প্রায়, ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। সূত্রের খবর, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধে সাড়া দিলেন নীতীশ কুমার। পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। জানা গিয়েছে, হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল।
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?