Partha Chatterjee Arrested: কান নয়, সরাসরি মাথাই, SSC মামলায় প্রথম পার্থই প্রথম গ্রেফতারি, CBI থেকে ED, দেখে নিন ঘটনাক্রম
SSC Recruitment Scam: এই প্রথম এসএসসি মামলায় কেউ গ্রেফতার হলেন, আর শুরুতেই গ্রেফতার একেবারে রাজ্যের মন্ত্রী।
কলকাতা: রাজনীতিতে বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। তাঁর জন্যই তৃণমূলে মহাসচিব (TMC) পদের সৃষ্টি। দীর্ঘ সাত বছর রাজ্যের শিক্ষা দফতরের দায়িত্ব সামলেছেন। তাই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম আসার পর চমকে উঠেছিলেন অনেকেই। কিন্তু তা আর জল্পনা-কল্পনার মধ্যে থেমে থাকল না। বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এ বার গ্রেফতার হলেন। এই প্রথম এসএসসি মামলায় (SSC Scam) কেউ গ্রেফতার হলেন, আর শুরুতেই গ্রেফতার একেবারে রাজ্যের মন্ত্রী। একটানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন পথে তদন্তকারীদের জালে আটকে পড়লেন পার্থ, দেখে নিন ঘটনাক্রম—
দীর্ঘ সাড়ে ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়
২৩ জুলাই, ২০২২
একটানা প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে। আটক করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থর আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও।
২২ জুলাই, ২০২২
এসএসসি দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। পার্থর নাকতলার বাড়িতে হাজির ইডি। রাজ্যজুড়ে একসঙ্গে ১৩টি জায়গায় ম্যারাথন তল্লাশি। পিংলায় পার্থর আত্মীয়ের বাড়িতেও তল্লাশি। চিরকূটে নাম পেয়ে তল্লাশি অর্পিতার বাড়িতেও।
২৭ মে, ২০২২
এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনদেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডি-র। দিল্লিতে ইডি-র সদর দফতর থেকে কলকাতার সিবিআই দফতরে চিঠি।
২৫ মে, ২০২২
পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই তলব। পুনর্মূল্যায়ন ছাড়াই কীভাবে একাধিক প্রার্থীর নম্বর বৃদ্ধি? ওএমআর শিট মূল্যায়নে বোর্ড মিটিং ছাড়াই সংস্থা বদল? প্যানেলের মেয়াদ শেষের পরেও নিয়োগপত্র পেয়েছিলেন ১৫জন। ওয়েটিং লিস্টেও নাম ছিল না ৭জনের। বাগ কমিটির রিপোর্টে একাধিক প্রশ্ন। পার্থকে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
২৪ মে, ২০২২
পার্থ চট্টোপাধ্যায়ের আয়কর সংক্রান্ত নথি চাইল সিবিআই। প্যান কার্ডের নম্বর ধরে কোথায় কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়। আয়কর দফতরের নথির সঙ্গে তা মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।
২১ মে, ২০২২
SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল।
২০ মে, ২০২২
দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য তলব পার্থ চট্টোপাধ্যায়কে। বয়ানে অসঙ্গতি থাকায় নতুন করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত। ডিভিশন বেঞ্চে পার্থর রক্ষাকবচের আবেদন খারিজ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি।
১৯ মে, ২০২২
"দলে কেউ কেউকেটা নয়। যাঁরা মানুষের কাজ করবে না, ঘরে বসে যান। নই দলটাই খুব শিগগির ঘ্যাচাং ফু হয়ে যাবে," মন্তব্য মমতার। পার্থর মামলা থেকে সরল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়।
১৮ মে, ২০২২
সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ আদালতের। পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ বিচারপতি। ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হলে সন্ধেয় সিবিআই সম্মুখে হাজিরা পার্থর। সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের ইস্তফা।
১৩ মে, ২০২২
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। ৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না। এঁরা পার্সোনালিটি টেস্টে অংশ গ্রহণ করেননি। কারণ এঁরা কেউ লিখিত পরীক্ষায় পাস করেননি। SSC-র অফিস থেকেই স্ক্যান করা সই করে এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি হয়েছিল, তা বেআইনি।
৬ মে, ২০২২
“আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি। আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করলেও পারবেন না” মন্তব্য করেন পার্থ।
৫ মে, ২০১২
পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান করা হল সুব্রত বক্সিকে তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় বৈঠকে সিদ্ধান্ত।
১৩ এপ্রিল, ২০২২
রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে বলা হয়, চার সপ্তাহ বাড়ল হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না।
১২ এপ্রিল, ২০২২
বিকেলে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ আদালতের। হাজিরার নির্দেশে স্থগিতাদেশ। “বিচার বিভাগীয় ব্যবস্থা নিয়ে কিছু বলব না। আইন আইনের পথে চলবে,” বলেন পার্থ।
১২ এপ্রিল, ২০২২
পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ। এসএসসি নিয়োগ মামলায় পার্থকে হাজিরার নির্দেশ হাইকোর্টের। সাড়ে ৫টার মধ্যে সিবিআই-এর কাছে পার্থকে হাজিরার নির্দেশ। উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না বলে সংযোজন আদালতের।
১১ এপ্রিল, ২০২২
গ্রুপ ডি নিয়োগে আদালতে রিপোর্ট পেশ। রিপোর্টে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে তৈরি কমিটি বেআইনি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা, তা স্পষ্ট নয়।
৮ মার্চ, ২০২২
চলতি বছরের গোড়ায় এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নিয়ে গত ৮ মার্চ পার্থর কোর্টেই বল ঠেলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলে দুর্নীতি ঘটেনি, যা ঘটেছে তা পার্থর আমলে। তিনিই ব্যাখ্যা করতে পারবেন বলে জানান তিনি।