RG Kar Protest: 'মুখ্যসচিবের ইমেলে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করুক সরকার', ফের কেন ইমেল করলেন ডাক্তাররা?
RG Kar Case: 'কার্যবিবরণী লিপিবদ্ধ করতে প্রতিনিধি' নিয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে জটিলতা রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা।
কলকাতা: ইমেল, পাল্টা ইমেলে বৈঠকের জন্য নির্ধারিত সময় পার। বিকেল পাঁচটা বেজে গিয়েছে, কিন্তু এখনও বৈঠক শুরু হয়নি। হবে বৈঠক? এদিন ৩টি শর্ত মানার জন্য মুখ্যসচিবকে ইমেল করেছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। তার উত্তর দেন মুখ্যসচিব। কিন্তু সেই উত্তর নিয়ে প্রশ্ন তুলে ফের ইমেল করেছেন আন্দোলনকারী ডাক্তাররা।
কেন ফের ইমেল?
'কার্যবিবরণী লিপিবদ্ধ করতে প্রতিনিধি' নিয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে জটিলতা রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। ফের ইমেল করে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে, 'মুখ্যসচিবের ইমেলে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করুক সরকার।'
কার্যবিবরণী লিপিবদ্ধ করতে ২ স্টেনোগ্রাফারকে নিয়ে যাচ্ছেন ডাক্তাররা। ৫ দফা দাবিতে অনড় থেকেই কালীঘাট যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কার্যবিবরণীতে বৈঠকে যোগ দেওয়া সবার সই থাকতে হবে। সইয়ের পর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলকে দ্রুত কার্যবিবরণী দিতে হবে, মুখ্যসচিবকে ইমেলে উল্লেখ জুনিয়র ডাক্তারদের
মঙ্গলে সুপ্রিম কোর্টে শুনানি তার আগে সোমবার ফের আলোচনার ডাক কালীঘাটে। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার ধর্নার সপ্তম দিনেও সুর সপ্তমে।
৫ দফা দাবিতে অনড় তাঁরা। শনিবার মুখ্যমন্ত্রীর হাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পর রবিবার বৃষ্টি উপেক্ষা করেই ফের পথে নামেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত সেই মিছিলে মিশে গিয়েছিল আমজনতা। শনিবারই আন্দোলনকারীদের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেছিলেন, 'ছোটবেলা থেকে আন্দোলন করে আমরা বড় হয়েছি, লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াইয়ের মধ্যে একটা জেদ থাকে। হাততালি দিয়ে দিয়ে, ডিস্কো ডান্স করে কোনও আন্দোলন সফল হয় না, কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা কখনও হয় না, আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে।'
জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তারারও। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, 'আমরা গান গাইব, আমরা গান গাইব, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকব, আমরা নাচব... আমরা আমাদের আন্দোলন করব। আমরা আমাদের ন্যায়ের পথে আছি, আমরা কোনও মিথ্যা কথা বলছি না যে, আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎ সাহস আছে, যা করব বুক বাজিয়ে করব।' আরও এক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, 'আন্দোলনের সম্পর্কে এই ধরনের কথা বলে আন্দোলনকে ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, এই ধরনের কথা যতই তারা বলবে, তারা আরও ধিকৃত হবে। কারণ মানুষ আমাদের সাথে রয়েছে।' শনিবারের মতো এদিনও আন্দোলনকারীদের সমর্থনে রাস্তায় নামে অসংখ্য সাধারণ মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বৈঠকের জন্য কোন ৩ শর্ত দিল ডাক্তাররা? একমাত্র কোন শর্ত মানল রাজ্য?