South 24 Parganas News : ইট-বালি ফেলাকে ঘিরে রণক্ষেত্র মহেশতলা, চলল 'গুলি', পড়ল বোমা, জড়াল তৃণমূল কাউন্সিলরের নাম
Crime News : অভিযুক্ত যুব তৃণমূল নেতা, এলাকায় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। গন্ডগোলের ঘটনায় যুব নেতার পাশেই দাঁড়িয়েছেন কাউন্সিলর।
জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : বোমাবাজি (Bombing)। ইটবৃষ্টি। ভাঙচুর। উঠল গুলি চলার অভিযোগও। ইমারতি দ্রব্য রাখাকে কেন্দ্র করে, মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলা। নাম জড়াল তৃণমূল কাউন্সিলর ও যুব নেতারও !
মহেশতলা পুরসভার (Mahestala Municipality) চার ও পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাখালহাটি বড়জোলা এলাকায়, মাঠে ইমারতি দ্রব্য ফেলাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। স্থানীয় সূত্রে দাবি, সোমবার রাতে মালপত্র ফেলা নিয়ে, মেটিয়াবুরুজ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আহমেদ আলি ও ওরফে পাপ্পু বস-এর সঙ্গে বচসা বাধে স্থানীয় বাসিন্দাদের।
এরপরই দুই গোষ্ঠীর মধ্যে প্রথম ইটবৃষ্টি শুরু হয়। শুরু হয় বোমাবাজি। ওঠে গুলি চালানোর অভিযোগ। ভাঙচুর করা হয় বাড়ির জানলার কাচ। জখম স্থানীয় বাসিন্দা শেখ মিজানুল ইসলামের অভিযোগ, 'গতকাল রাতে আমাদের বাড়ির সামনে জবরদখল করে মাটি ফেলে মাঠ দখল করতে এসেছিলেন। পাপ্পু বস ছিল, আফতাব ছিল, কাউন্সিলর সঙ্গে ছিল। নাম হচ্ছে হাসিনা বানু, চার নম্বর ওয়ার্ডের। সবাই মিলে জবরদখল করে, বম্ব-গুলি চালিয়েছে, ক্ষতি করেছে, আমাকে এখানে মেরেছে। বালি-মাটি, প্রোমোটারির মাল এখানে বাড়ির সামনে ফেলতে এসেছিল। বাধা দেওয়ায় এসব করেছে।'
মেটিয়াবুরুজ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আহমেদ আলি বলেছেন, 'রাত ১১টা-সাড়ে ১১টা নাগাদ, এখান ঘর হলে বালি ফেলে। পুরো এলাকার সবার পড়ে। কয়েকটা ছেলে আছে ওরা পয়সা তোলে, গাড়ি থেকে তোলে। আমার কাছে একটা ফোন আসে, আমাদের গালি দিচ্ছে, হেডলাইট ভেঙে দিচ্ছে। বলি গাড়ি ঘুরিয়ে নাও। সাহেব নামে একজন কাচ ভেঙে দেয়। আমি যাই মিটিয়ে আসছি। ওরা যখন আসছে তখন পিছন থেকে অ্যাটাক করে। ইটবৃষ্টি করতে লাগল, তখন আমাদের ছেলেরা কী ছেড়ে দেবে, সেল্ফ ডিফেন্সের জন্য আমাদের ছেলেরা ইট ছোড়ে। ওরা বোমা ছোড়ে।'
অভিযুক্ত যুব তৃণমূল নেতা, এলাকায় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। গন্ডগোলের ঘটনায় যুব নেতার পাশেই দাঁড়িয়েছেন কাউন্সিলর। মহেশতলা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসিনা বানু বলেছেন, 'সামান্য একটা কারণ নিয়ে ঝামেলা হয়। আর যাকে বলছেন পাপ্পু বস, বস বলে কোনও ব্যাপার নয় ও মেটিয়াবুরুজের যুব ভাইস প্রেসিডেন্ট। ও দল চালায়, ওর সংগঠন অনেক। ও কোনও বস নয়, গুন্ডাও নয়।'
এলাকাটি রবীন্দ্রনগর থানার অধীনে পড়ে। দু'পক্ষই একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর এলাকায় নামানো হয় RAF। সকালে ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। কোনও সুরক্ষা না নিয়েই খালি হাতে বোমা তুলে রাখা হয় জলের ড্রামে।
আরও পড়ুন- চেন, আংটি, পৈতে আটকে রেখেছে ইডি ! ফেরৎ চেয়ে আবেদন জেলবন্দি মানিক ভট্টাচার্য-র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।