SSC Protest: 'যোগ্য-অযোগ্য দেখার তো প্রয়োজন নেই, বেতন পাবেন', মন্তব্য মমতার, 'মাইনে নয় মেরুদণ্ডের জন্য বসে আছি', প্রতিক্রিয়া চাকরিহারাদের
Mamata Banerjee on SSC Protest: মুখ্যমন্ত্রীর কথায়, 'আপনি ঠিক মতো মাইনে পাচ্ছেন কিনা, সেটা আপনার দেখার দরকার।'

কলকাতা: নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও, যোগ্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না করায় SSC ভবনের সামনে সোমবার রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধিদল SSC দফতরে যান বৈঠকের জন্য। সেই সময় সূত্রের খবর এসে পৌঁছয় যে কমিশনের তরফে বলা হয়েছে যে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁরা বৈধ। আর, চতুর্থ কাউন্সেলিং থেকে বাকিরা অবৈধ। এরপরই অশান্ত হয় জমায়েত। আর এই প্রেক্ষাপটে মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, 'যোগ্য-অযোগ্য নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা চাকরি আর বেতন নিয়ে ভাবুন'।
এদিন মুখ্যমন্ত্রীর কথায়, 'আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন, চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের উস্কাচ্ছে, তারা দেবে না, মাইনে কিন্তু সরকার দেবে। আমি গতকাল সন্ধে থেকে কমপক্ষে ১০ বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২টা পর্যন্ত কথা বলেও দেখছি, কেউ কেউ অনড় আছে। যে টেন্টেড-আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কী যায় আসে! কেন অন্যদের কথায় পা দিচ্ছেন! কে যোগ্য, কে অযোগ্য, আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টে কী বলা হয়েছে দেখব।এটা আপনার তো তালিকার দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিক মতো মাইনে পাচ্ছেন কিনা, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের উপরে ছেড়ে দিন।'
এরপরই ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিহারারা। এক চাকরিহারা শিক্ষকের কথায়, 'সুপ্রিম কোর্ট বলেছে আমাদের চাকরি চলে গিয়েছে কারণ পরিকল্পিত প্রতারণা হয়েছে। কারা করেছে এই প্রতারণা? চাকরি যারা করছে তাঁরা নিশ্চয়ই করেনি। যারা করেছে তাঁদের শাস্তি না হয়ে আমাদের হয়েছে। কষ্ট করে চাকরি পেয়েছি, স্কুলে পড়িয়ে কাজের বিনিময়ে টাকা পেয়েছি। বেতনটা যেমন সব আবার বেতনটাই এক্ষেত্রে সব নয়। কাউন্সেলিংয়ে দুর্নীতি হয়েছে বলেই কিন্তু এখন এই কথা আসছে। এভাবে দুর্নীতি ঢাকা যায় না। মাইনে নয় আমরা মেরুদণ্ডের জন্য বসে আছি। আমরা সম্মানের জন্য বসে আছি।'
সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই জোরাল হতে থাকে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। গতকাল রাতটা রাজপথেই খোলা আকাশের নীচে কাটল আন্দোলনকারীদের। সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ।






















