Belda News: বেলদায় পুলিশি জুলুমের অভিযোগ, প্রতিবাদে ধর্মঘটের ডাক পোলট্রি ব্যবসায়ীদের
Poultry traders association Agitation: মুরগি সরবরাহ গাড়ির চালকের থেকে তোলা তুলছিল পুলিশ। তাতে বাধা দেওয়া চালককে মারধর করা হয় বলেও অভিযোগ। এর জেরে ধর্মঘটের ডাক দিল বেলদার পোলট্রি ব্যবসায়ীরা।
বেলদা: পুলিশ অযথা জুলুম চালাচ্ছে পোলট্রি ব্যবসায়ীদের ওপরে। বারবার এই বিষয়ে প্রশাসনের কাছে দরবার জানালেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে এবার আন্দোলনের রাস্তায় হাঁটতে হল পোলট্রি ব্যবসায়ীদের (tate poultry traders association)। পুলিশি অত্যাচারের প্রতিবাদে অবশেষে ধর্মঘটের ডাক দিলেন বেলদার পোলট্রি ব্যবসায়ীরা। এর ফলে রাজ্যজুড়ে।
পোলট্রি ব্যবসায়ীদের এই প্রতিবাদ সম্পর্কে তাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশি জুলুমের প্রতিবাদে আগামী ১৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে হচ্ছে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের।
পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ তোলা না দেওয়ায় একটি মুরগি সরবরাহকারী গাড়ি চালককে মারধর করে পুলিশ। ইতিমধ্যে এই বিষয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে মারধরের ঘটনার বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছেন তাঁরা বেলদা থানায়। তার ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।
এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ সুপার জানান, রাজ্য পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে এই জুলুমবাজির বিরুদ্ধে সরব হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরই এর তদন্ত ভার দেওয়া হয়েছে স্থানীয় এসডিপিও-কে। শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।
প্রসঙ্গত উল্লেখ্য, আরামবাগ, সগুনা বা বিভিন্ন মুরগি কোম্পানির মুরগি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় রাস্তার মুরগি সরবরাহকারী গাড়িগুলির থেকে টাকা আদায় করে থাকে পুলিশ। সরকারের তরফে এই ধরনের কোনও নির্দেশ না থাকলেও পুলিশ গায়ের জোরে এই টাকা আদায় করে বলে অভিযোগ। এর ফলে বিক্রেতারা এই অতিরিক্ত টাকা মুরগির দাম বাড়িয়ে ক্রেতাদের থেকেই তুলে নেন। বারবার পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ জানালেও কোনও কাজ হয় না তাই এই রাস্তাতেই হাঁটতে বাধ্য হয় তাঁরা। তবে এবার ট্রেডার্স অ্যাসোসিশনের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে উপযুক্ত ব্যবস্থা হবে বলেই মনে করা হচ্ছে আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও
আরও পড়ুন: Kultali News : সুড়ঙ্গের অন্ধকারের শেষ কোথায় ? কুলতলিতে সোনা পাচারের বিরাট রহস্য?