Sukanta on Mamata: 'লেডি তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত', কেন বললেন সুকান্ত?
West Bengal New District: বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তুঘলকি আচরণ করছে মোদি সরকারই। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
কলকাতা: জেলা ভাগের সিদ্ধান্ত নিয়ে ট্যুইটে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। টুইটে মমতাকে লেডি বিন তুঘলক বলে উল্লেখ করলেন রাজ্য বিজেপি সভাপতি।
কী লিখেছেন সুকান্ত:
সুকান্ত মজুমদার লিখেছেন, 'স্থানীয়দের আবেগকে গুরুত্ব না দিয়ে ৭টি নতুন জেলা তৈরি করা লেডি বিন তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত, অত্যাচারী শাসনের উদাহরণ। পশ্চিমবঙ্গ সরকার ঋণের বোঝায় জর্জরিত। এই সিদ্ধান্তের ফলে বোঝা আরও বাড়বে। এর জেরে দুর্নীতির বিকেন্দ্রীকরণের নতুন রাস্তা খুলবে। ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির।'
The whimsical decision by Lady Bin Tughlak to make 7 more districts without considering the local sentiments is another example of her tyrannical rule. WB is reeling under heavy loan burden, this will further add burden and open new avenues of decentralised corruption.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 4, 2022
পাল্টা সরব তৃণমূল:
বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তুঘলকি আচরণ করছে মোদি সরকারই। পাল্টা কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, 'বাংলার উন্নয়নকে আরও ত্বরাণ্বিত করতে মমতা যদি নতুন জেলা তৈরি করেন আর সেটা যদি বিজেপি রাজ্য সভাপতির তুঘলকি আচরণ মনে হয়। তাহলে তাদের জিজ্ঞেস করা উচিত হঠাৎ নোটবন্দি করা, হঠাৎ জিএসটি করা, কোভিডে যখন মানুষ মারা যাচ্ছে, তখন সেন্ট্রাল ভিস্তা তৈরি করা, এগুলি তুঘলকি আচরণ নয়?২০১৪-২০২২ সালে মানুষকে মনে করতে হয়েছে তুঘলকি আচরণ কী ছিল। তার সঙ্গে মিলিয়ে নিতে হয়েছে এখনকার সরকারের কাজকর্ম।'
সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন ৭ জেলার কথা ঘোষণা করেন। ১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা) ৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে) ৪) রাণাঘাট (নদিয়া) ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া) ৬) বহরমপুর ৭) কান্দি (মুর্শিদাবাদ)
আরও পড়ুন: মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ খারিজ