Nabanna: আসছে উপাচার্য নিয়োগে বিধি বদলের অর্ডিন্যান্স, UGC-র প্রতিনিধিদের কমিটিতে ফেরাচ্ছে রাজ্য
সূত্রের খবর, সার্চ কমিটিতে এবার থাকছে ৫ প্রতিনিধি। কমিটিতে ইউজিসি ছাড়াও আচার্য, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দফতর, শিক্ষা সংসদের প্রতিনিধি।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আসছে বিধি বদলের অর্ডিন্যান্স (Ordinance)। বিতর্কের মুখে উপাচার্য নিয়োগে ইউজিসির (UGC) প্রতিনিধি ফেরাচ্ছে রাজ্য। সূত্রের খবর, সার্চ কমিটিতে এবার থাকছে ৫ প্রতিনিধি। কমিটিতে ইউজিসি (UGC) ছাড়াও আচার্য, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দফতর, শিক্ষা সংসদের প্রতিনিধি।
সার্চ কমিটিতে UGC-র প্রতিনিধি ফেরাচ্ছে রাজ্য: বিতর্কের মুখে নিজেদের সিদ্ধান্ত বদলে উপাচার্য (Vice Chancellor) নিয়োগের সার্চ কমিটিতে UGC-র প্রতিনিধি ফেরাচ্ছে রাজ্য। সরকারি সূত্রে খবর, শীঘ্রই আসছে অর্ডিন্যান্স। সার্চ কমিটিতে সদস্য সংখ্যা বেড়ে তিন থেকে হচ্ছে পাঁচ। UGC-র প্রতিনিধি থাকলেও সরকারের প্রতিনিধি বেড়ে হচ্ছে দুই। যা নিয়ে উঠছে প্রশ্ন। নিজেদের সিদ্ধান্ত বাতিল করল রাজ্য সরকার উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ফেরানো হচ্ছে UGC-র প্রতিনিধিকে।
উপাচার্য নিয়োগে জটিলতা: রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে চলছে জটিলতা। আদালত জানিয়ে দিয়েছে, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া রাজ্য সরকারের (West Bengal Government) হাতে নেই। এই অবস্থায় রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসতে হয়েছে উপাচার্যদের। হয়েছে ৩ মাসের মেয়াদবৃদ্ধি। এবার স্থায়ী উপাচার্যের সন্ধানে সরকার বদল আনছে সার্চ কমিটিতে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন উপাচার্য নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হয় UGC প্রতিনিধিকে। পরিবর্তে ঠাঁই হয় সরকারি প্রতিনিধির। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও রাজ্যপালের প্রতিনিধি।
অর্ডিন্যান্স আনছে রাজ্য: এবার ৩ জনের বদলে ৫ সদস্যের কমিটিতে থাকছেন, UGC প্রতিনিধি আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উচ্চশিক্ষা সংসদ এবং উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধি। যদিও রাজ্য সরকারের বিরুদ্ধে টালবাহানর অভিযোগ করছে সিপিএম। শিক্ষামহলের বক্তব্য, UGC-র প্রতিনিধি ফেরালেও রাজ্য অবশ্য ২ জন সরকারের প্রতিনিধিকে রাখছে সার্চ কমিটিতে। সরকারি সূত্রে খবর, এ বিষয়ে বিধি বদলের অর্ডিন্যান্স আনছে রাজ্য ।
২ দিন আগেই উপাচার্যদের চিঠি দিয়ে রাজভবন জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত বিষয়ে আগাম অনুমোদন নিতে হবে রাজভবনের। সেই চিঠির বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন প্রশ্ন তুলেছিলেন উপাচার্যদের নিয়োগ নিয়ে। কেন আচার্যের অনুমোদন ছাড়া উপাচার্য নিয়োগ, সেই প্রশ্নে তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি।
শেষমেষ আদালতের নির্দেশে নিজেদের সিদ্ধান্ত বদলে সার্চ কমিটিতে কেন্দ্রীয় সংস্থা UGC-র প্রতিনিধিকে ফেরাতে চলেছে সরকার।