Medinipur Weather: সকাল থেকে মুখভার আকাশের, দিনভর দফায় দফায় বৃষ্টি দুই মেদিনীপুরে
Weather Update: আজ এবং আগামীকাল জেলার আকাশে মেঘ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
![Medinipur Weather: সকাল থেকে মুখভার আকাশের, দিনভর দফায় দফায় বৃষ্টি দুই মেদিনীপুরে Weather Paschim Medinipur Purba medinipur weather forecast on 29 July Medinipur Weather: সকাল থেকে মুখভার আকাশের, দিনভর দফায় দফায় বৃষ্টি দুই মেদিনীপুরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/755290b1b65d67d6012f34e6400f7b68169062308920151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শনিবার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি হবে। ঘন মেঘে ঢাকা থাকবে আকাশ। রোদের দেখা মিললেও অধিকাংশ সময়ে মেঘ থাকবে আকাশে। সকাল থেকেই আকাশে মেঘ থাকবে। বিকেলের দিকে রোদ দেখা যেতে পারে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকেল এবং সন্ধের দিকে আকাশে বিক্ষিপ্তভাবে মেঘ থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৬ এর আশেপাশে থাকছে। শুক্রবার জেলায় হাওয়ার গতিবেগ ১৭-১৮ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৩-৩৫ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
রবিবারের পূর্বাভাস অনুযায়ী দফায় দফায় বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকবে। বিকেলের পরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘলা থাকবে, কখনও কখনও রোদ উঠতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের দিকেও আকাশ মেঘলা থাকবে। বিকেলের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়ার গড় গতিবেগ ১৫-১৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel-প্রায় ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-৮-এর আশেপাশে থাকবে।
পশ্চিম মেদিনীপুর:
শনিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৯-২০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৯১ শতাংশের কাছাকাছি থাকবে। রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে।
রবিবার জেলায় মেঘলা আকাশ। সকাল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকেও আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৩ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯০ শতাংশে। রাতের আকাশে ঘন মেঘ থাকবে।
আরও পড়ুন: North 24 Parganas Weather: সকাল থেকেই মেঘলা আকাশ, আজ থেকে বাড়বে বৃষ্টি উত্তর ২৪ পরগনায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)