Weather Update: নিম্নচাপের রেশ কাটতেই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা
Weather: শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবারও বৃষ্টি হয়েছে। তার ওপর ঘূর্ণাবর্তের ভ্রুকুটি।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। স্বাধীনতা দিবসে, সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে বইছে দমকা হাওয়া। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।
এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবারও বৃষ্টি হয়েছে। তার ওপর ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ অবশ্য শক্তি হারিয়েছে। ঝাড়খণ্ড থেকে ওড়িশা ও ছত্তীসগঢ়ের দিকে সরছে নিম্নচাপ। এর ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে ফের শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মালদা: ১৫ অগাস্ট মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে জেলার আকাশ। উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিন বেলা ১২ টার পরই তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আদ্রতা বৃদ্ধির সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। জেলায় বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ২৪ কিলোমিটার বেগে।
দক্ষিণ দিনাজপুর: একই অবস্থা দক্ষিণ দিনাজপুরের। আজ দিনভর মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ। তবে জেলার সব অংশে এই মেঘ নাও থাকতে পারে। দুপুররে দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। এদিন বেলা ১২ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২১ কিলোমিটার। তবে সেই সেই ক্ষেত্রে গরমে অস্বস্তি বাড়তে পারে জেলায়। উত্তরে যখন এই অবস্থা, তখন দক্ষিণবঙ্গে অন্য চিত্র।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে জেলার আকাশ। উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিন বেলা ১২ টার পরই তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আদ্রতা বৃদ্ধির সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। জেলায় বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ২৪ কিলোমিটার বেগে।
একই অবস্থা দক্ষিণ দিনাজপুরের। আজ দিনভর মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ। তবে জেলার সব অংশে এই মেঘ নাও থাকতে পারে। দুপুররে দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। এদিন বেলা ১২ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২১ কিলোমিটার। তবে সেই সেই ক্ষেত্রে গরমে অস্বস্তি বাড়তে পারে জেলায়। উত্তরে যখন এই অবস্থা, তখন দক্ষিণবঙ্গে অন্য চিত্র।