Pankaj Dutta : আদালতে ফের ধাক্কা রাজ্যের, ১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ
Calcutta High Court : আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বহাল থাকবে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় হাইকোর্ট।
সৌভিক মজুমদার, কলকাতা : কালিয়াগঞ্জে (Kaliagung) নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে যেদিন অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্ত-সহ ৩ জনকে নিয়ে SIT গঠন করলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha), সে দিনই কলকাতা হাইকোর্টে আরও একবার ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। ১৫ মে-র মধ্যে রাজ্য সরকারকে অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিল আদালতের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
২০১১ সালে, রাজ্য পুলিশের IG পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। প্রাক্তন IG- হিসাবে একজন নিরাপত্তারক্ষী পেতেন তিনি। অভিযোগ, সম্প্রতি, কিছু না জানিয়েই রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। বিষয়টি এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে তুলে ধরেন প্রাক্তন পুলিশ কর্তা। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য পুলিশের প্রাক্তন IG পঙ্কজ দত্ত।
৩ এপ্রিল পঙ্কজ দত্তের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সাত দিনের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের নির্দেশে আদালতে রিপোর্ট জমা দেয় পুলিশ। পুলিশের জমা দেওয়া রিপোর্ট দেখে অসন্তুষ্ট বিচারপতি বলেন, প্রাক্তন IG-র সঙ্গে এই ব্যবহার গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন বর্তমান IG-ও কিন্তু অবসর নেবেন। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ওপর আক্রমণের আশঙ্কা আমৃ্ত্যু থাকে। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বহাল থাকবে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় হাইকোর্ট।
এরপরই, বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।