West Bengal News Live : অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন
দানার প্রভাবে কলকাতার কী অবস্থা ? স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি চেয়ে ফের মুখ্যসচিবকে জুনিয়র ডাক্তারদের ইমেল। স্বাস্থ্য-স্বরাষ্ট্র সহ ৫ দফতরে ১০০ জনের নিয়োগে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার।

Background
কলকাতা : দানার ল্যান্ডফলের পরি লাগাতার দুর্যোগ। কলকাতায় থইথই জল। এর মধ্যেই ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটল শুক্রবার। ওখানে বিদ্যুতের সব লাইন মাটির নীচে। আলোকসজ্জার জন্য বাড়ির মিটার থেকে এক গ্রাহকের টানা তারে দুর্ঘটনা, দাবি CESC-র।এদিকে শনিবারও বৃষ্টির পরিমাণ কমলেও কলকাতা জুড়ে জলযন্ত্রণা। ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পেলেও বাংলায় প্রবল বৃষ্টি চলল শুক্রবার দিনভর । দিঘা, বকখালিতে ভাঙল মাটির বাড়ি, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি। দুর্যোগে পাথরপ্রতিমা-হাওড়ায় ২জনের মৃত্যুর ঘটনা ঘটল। ঝড়ের হাত থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ থেকে কলকাতায় দুর্যোগ কাটার সম্ভাবনা আছে যদিও। বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা করে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
West Bengal News LIVE Updates: SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। 'প্রসন্ন রায়, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার নামে হোটেল-রিসর্ট ও সম্পত্তির বাজারমূল্য ১৬৩ কোটির বেশি', এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছে ED। SSC-র গ্রুপ C ও গ্রুপ D দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৫৪৪ কোটি ৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED।
WB News LIVE Updates: অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন
অনশন, মহামিছিল, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক। গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আজ নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই আজ আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা






















