West Bengal News Live: গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস, গুরুতর জখম ৪
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ৫ মাস। ১৮ জানুয়ারি রায় জানাবে শিয়ালদা আদালত। বিচারপ্রক্রিয়া শুরুর ২ মাসের মাথায় রায়ের দিনক্ষণ ঘোষণা।
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনে জড়িত এক না একাধিক ?
সঠিক বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের।
নারী নিরাপত্তা থেকে পুলিশি টহলদারি বৃদ্ধি। একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেন-রিমঝিম সিনহাদের। রিপোর্ট বলছে সবচেয়ে সেফ কলকাতা, পাল্টা কুণাল।
২৪ ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে আলোচনাসভা স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল সেলের। থাকবেন মুখ্যমন্ত্রী। আলোচনার দিকে নজর থাকবে, প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
রেলের ওয়াগন থেকে মাল লোডিং-আনলোডিংয়ের কাজ নিয়ে শত্রুতায় খুন ? নরেন্দ্রনাথের রোজগার কমায় টার্গেট মালদার দুলাল ? তদন্তে উঠে এসেছে তথ্য, দাবি পুলিশ সূত্রে।ব্যবসায়িক শত্রুতায় খুন দুলাল ?
দুলালের সঙ্গে মতবিরোধ হওয়ায় নরেন্দ্রনাথের দলে যোগ রোহন রজকের। সিসিটিভিতেও দেখা গেছে নরেন্দ্রনাথ-রোহনকে। শত্রুতার সুযোগ নিয়ে খুনের ছক। রোহনের খোঁজে পুলিশ।
দুলালকে খুনের কথা কবুল নরেন্দ্রনাথ তিওয়ারির। আততায়ী ও আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ে লিঙ্কম্যান ছিলেন ধৃত স্বপন। গ্রেফতার হওয়ার পরেই তৃণমূল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ।
গাড়ি থেকে নামতেই গুলি লক্ষ্যভ্রষ্ট। প্রাণ বাঁচাতে টোটোর শুরুমে ঢুকতেই পরপর গুলি চালিয়ে খুন। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী দুলাল সরকারের গাড়ি চালক।
কার নির্দেশে দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার ? তুঙ্গে বিতর্ক।
মালদায় খুন তৃণমূল নেতা, নিরাপত্তা বাড়ল দুই বর্ধমানের ৩ তৃণমূল নেতার। নিরাপত্তায় মোতায়েন একজন করে সশস্ত্র কনস্টেবল। স্থানীয় থানাকে নির্দেশ।
সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি। আবার কাঁটাতার লাগাতে বাধা বিজিবির। সামিল ওপারের নাগরিকরাও। এপারে পাল্টা জমায়েত ভারতীয়দের। বন্ধ রাখা হল ফেন্সিংয়ের কাজ।
বৈষ্ণবনগরে সীমান্তে কাঁটাতারে আপত্তি বিজিবির। কাজ না বন্ধ করলে গুলি চালানোর হুঁশিয়ারি।
মালদায় BGB-র বাধায় ফের বন্ধ কাঁটাতার লাগানোর কাজ।
সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই পেট্রোপোল-বেনাপোল সীমান্তে BSF-BGB ফ্ল্যাগ মিটিং। সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখা সহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা।
WB News Live Updates: গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস, গুরুতর জখম ৪
গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস, গুরুতর জখম ৪
West Bengal News Live: মালদায় তৃণমূল নেতা খুনের ৮ দিন, এখনও অধরা ২ দুষ্কৃতী
মালদায় তৃণমূল নেতা খুনের ৮ দিন, এখনও অধরা ২ দুষ্কৃতী
এখনও অধরা অন্যতম ২ অভিযুক্ত রোহন রজক ও বাবলু যাদব
WB News Live Updates: অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার!
অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার!
বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের STF
বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের STF-এর যৌথ অভিযান
বিহারের মধুবনীতে অস্ত্র কারখানার হদিশ
আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার
West Bengal News Live: আজও CID দফতরে যাচ্ছেন না অর্জুন-পুত্র
আজও CID দফতরে যাচ্ছেন না অর্জুন-পুত্র
ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় আজ ফের পবন সিংহ-কে তলব CID-র
বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কারণ দেখিয়ে ফের হাজিরা এড়ালেন অর্জুন-পুত্র
গতকাল ভবানী ভবনে অর্জুনকে জিজ্ঞাসাবাদ CID-র
WB News Live Updates: মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের
মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের!
সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি BGB-র?
অবাধে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে আপত্তি?
মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজিবির
আপাতত বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ