West Bengal News Live Updates: পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান মমতার, পরের বছর ১ লক্ষ?
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

Background
পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান। ৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান । ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা: মুখ্যমন্ত্রী । ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর । ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল
West Bengal News LIVE Updates: শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দির উদ্বোধন হল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে
শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দির উদ্বোধন হল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের জ্য়োতিষ রায় রোডে। ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পারিষদ তারক সিং এবং ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
অমিত সিংয়ের উপস্থিতিতে উদ্বোধন করা হল এই মন্দির।
West Bengal News LIVE Updates: বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য রাজ্যপালের
নির্মলা সীতারমণের বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য রাজ্যপালের। 'কেন্দ্রের দেওয়া টাকার সঠিক ব্যবহার হোক পশ্চিমবঙ্গে। যে প্রকল্পের জন্য টাকা, সেই খাতেই ব্যবহার করা উচিত। অন্য ক্ষেত্রে ব্যবহার না করে, নির্দিষ্ট প্রকল্পে ব্যয় করা উচিত', অবিলম্বে বাংলায় আর্থিক অনিয়ম বন্ধ করা দরকার, মন্তব্য রাজ্যপালের।






















