West Bengal News Live Updates: পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান মমতার, পরের বছর ১ লক্ষ?
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান। ৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান । ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা: মুখ্যমন্ত্রী । ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর । ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল
West Bengal News LIVE Updates: শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দির উদ্বোধন হল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে
শ্রাবণ মাসের প্রথম সোমবার নতুন শিব মন্দির উদ্বোধন হল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের জ্য়োতিষ রায় রোডে। ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পারিষদ তারক সিং এবং ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
অমিত সিংয়ের উপস্থিতিতে উদ্বোধন করা হল এই মন্দির।
West Bengal News LIVE Updates: বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য রাজ্যপালের
নির্মলা সীতারমণের বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য রাজ্যপালের। 'কেন্দ্রের দেওয়া টাকার সঠিক ব্যবহার হোক পশ্চিমবঙ্গে। যে প্রকল্পের জন্য টাকা, সেই খাতেই ব্যবহার করা উচিত। অন্য ক্ষেত্রে ব্যবহার না করে, নির্দিষ্ট প্রকল্পে ব্যয় করা উচিত', অবিলম্বে বাংলায় আর্থিক অনিয়ম বন্ধ করা দরকার, মন্তব্য রাজ্যপালের।
West Bengal News LIVE Updates:বৈঠকের আগেই লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী
বৈঠকের আগেই লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের আগেই বক্তব্যের লিখিত বয়ান চাওয়ার দাবি। 'যা যা পাওনা, তার তালিকা দিয়েছি, নিজের মতো করে বলব', বাজেটের পরেই নীতি-আয়োগের বৈঠক নিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
WB News LIVE Updates: সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী
সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা আদায়েই কি সাক্ষাৎ, তৈরি হয়েছে জল্পনা। রবিবার ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
West Bengal News LIVE Updates:'আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব', রাজ্যপালকে নিশানা মমতার
শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? ৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব। আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন? বলতে পারেন। রাজভবন সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড'