South 24 Parganas: ফের বেআইনি বাজি কারখানার হদিশ, গ্রেফতার ৯
West Bengal News: বিশেষ সূত্রে খবর পেয়ে এলাকায় যায় অভিযান চালায় জীবনতলা থানার পুলিশ এবং ক্যানিং SDPO। দিন সাতেকের মধ্যেই এই বোমা তৈরির কারখানার চালু করা হয়েছিল বলে জানতে পারে পুলিশ।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের বেআইনি বাজি কারখানার (Illegal Fireworks Factory) হদিশ মিলল। এবার বেআইনি বাজি কারখানার খোঁজ মিলল দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে। শুধু বেআইনি বাজি কারখানাই নয়, হদিশ মিলল ল্যাবরেটরিরও। জীবনতলা থানার পুলিশ ও ক্যানিংয়ের এসডিপিও-র নেতৃত্বে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার বিভিন্ন রাসায়নিক ও প্রচুর পরিমাণ বারুদ। বেআইনি বাজি কারখানা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।
বেআইনি বাজি কারখানার হদিশ: বিশেষ সূত্রে খবর পেয়ে এলাকায় যায় অভিযান চালায় জীবনতলা থানার পুলিশ এবং ক্যানিং SDPO। দিন সাতেকের মধ্যেই এই বোমা তৈরির কারখানার চালু করা হয়েছিল বলে জানতে পারে পুলিশ। পিয়ালির মোল্লাখালি পাড়ায় প্রায় এক বিঘা জমির উপর তৈরি হয়েছে বেআইনি বাজি কারখানা। কারখানার মধ্যেই রয়েছে বাজি তৈরির ল্যাবরেটারিও। যেখানে বাজি না বোমা বানানোর পরীক্ষা করা হত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিপুল পরিমাণ বাজি উদ্ধার করেছে। ল্যাবরেটারির বিষয়ে বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। SDPO ক্যানিং রাম মণ্ডল জানিয়েছেন, "বাজি কারখানার হদিশ পেয়েছি। যে কেমিক্যালগুলো পাওয়া সেগুলো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানোর হয়েছে।''
গত বছরের ১৬ মে, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয়েছিল বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এক বছর পর ফের আরও এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। গত ৯ জুন রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। বিস্ফোরণের জেরে একটি মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 21 July: ২১ জুলাই একাধিক ট্রেন বাতিল! সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের; পাল্টা কী জানাল রেল?