Weather Update: ফাল্গুনে ঊর্ধ্বমুখী বঙ্গের পারদ, উত্তরে দুর্যোগের পূর্বাভাস
West Bengal Weather: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২মার্চ। অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরলে রয়েছে আরও ঘূর্ণাবর্ত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফেব্রুয়ারি মাসের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২ মার্চ। অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরলে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। সকালে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামীকাল থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪/২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: সকালে দার্জিলিং জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। উত্তরবঙ্গের সব জেলাতেই কার্যত কুয়াশার সম্ভাবনা। কুয়াশার প্রভাব থাকবে আগামীকালকেও। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আগামী ৪-৫ দিন এরকমই থাকবে তাপমাত্রা।
কলকাতার আবহাওয়া: মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৮৮ শতাংশ।
অন্যান্য রাজ্যের তাপমাত্রা:
আজ ও কাল দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়েও। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটকের উপকূল এলাকা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফরাবাদ উত্তরাখান্ড ও হিমাচল প্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাট ও কর্ণাটক এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপপ্রবাহ চলবে কঙ্কন ও গোয়া, কর্ণাটক, কেরল, মাহে। দক্ষিণ তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ আন্দামান সাগর এলাকা উত্তাল হবে। উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরেও সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা। সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই এলাকায় সমুদ্রে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন: Tangra News: বিলাসবহুল জীবনযাপনেই এমন বিপর্যয়? ট্যাংরাকাণ্ডে আইনি প্রক্রিয়া শুরুর পথে পুলিশ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
