Weather Update : সকাল থেকেই বইবে ঠান্ডা হাওয়া, ঝেঁপে ঝেঁপে আসবে বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় বার্তা আবহাওয়া অফিসের
Kolkata Weather Update : হাওড়া, হুগলি সহ বঙ্গেরও বেশ কয়েকটি আসনে সেদিন ভোট গ্রহণ। সেদিন রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
ঝিলম করঞ্জাই, কলকাতা : শনির সকালেই মেঘলা করে এল আকাশ। শহরের রাস্তায় টুপটাপ বৃষ্টির ছিটে। তবে বেলা বাড়লেই বাড়বে গরম। মনোরম আবহাওয়ার কোনও সঙ্কেতই দিচ্ছ না আবহাওয়া দফতর। এমনকী কালবৈশাখী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ারও জোরাল সম্ভাবনা নেই। রবিবার ভিজতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। তারপর দিনই সারা দেশে পঞ্চম দফার ভোট। হাওড়া, হুগলি সহ বঙ্গেরও বেশ কয়েকটি আসনে সেদিন ভোট গ্রহণ। সেদিন রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গরম থাকবে, তবে তীব্র গরমে ভোটের লাইন দেওয়ার মতো পরিস্থিতি নাও থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, তাপমাত্রা মনোরম থাকবে।
শনিবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা খুব কম। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে। শনিবার দুই দিনাজপুর তাপপ্রবাহের কবলে পড়বে। পশ্চিম বর্ধমানেও হবে তাপপ্রবাহ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের ৩ জেলায় ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া থাকবে। বিশেষত মালদা দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে। তবে রবিবার কলকাতা, হাওড়া , হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে ।
ভোটের দিন ২০ তারিখ রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে । তাপমাত্রা কমবে। বৃষ্টি হবে কলকাতাতেও। সকাল থেকে বইবে শীতল বাতাস। মোটের উপর সেদিন মনোরম পরিবেশেই সেদিন ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা।তবে ছাতা নিয়েই ভোটদান করতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বৃষ্টি হলেও, তা বিপর্যয়ের চেহারা নেবেনা। ২১ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার কথা কিন্তু দক্ষিণের সব জেলায় বৃষ্টি বাড়বে।
রবিবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিন উত্তরের পার্বত্য জেলায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতা-আলিপুরের আবহাওয়া?
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
18-May | 29.0 | 38.0 | Partly cloudy sky | |
19-May | 29.0 | 38.0 | Partly cloudy sky | |
20-May | 27.0 | 38.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
21-May | 28.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
22-May | 28.0 | 36.0 | NA | |
23-May | 28.0 | 36.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
24-May | 28.0 | 36.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |