এক্সপ্লোর
Weather Update: ঝড়-বৃষ্টিতে নামল পারদ শহরের, ৮ জেলায় জারি কমলা সতর্কতা
Weather Forecast: রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

ফাইল ছবি
Source : https://bengali.abplive.com/
কলকাতা: ঝড় বৃষ্টিতে কমল তাপমাত্রা। এক ধাক্কায় নামল কলকাতার পারদ। রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে দুর্যোগের আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। রাজ্যের আট জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তারই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা।
- রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। এই ৫ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
- সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
- মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| |||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া
- রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
- সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
- মঙ্গলবার ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার
ক্রিকেট






















