Flat Corruption Case: ফ্ল্যাট বিক্রির নামে তোলা কোটি কোটি টাকা কোথায় গেল? রূপলেখাকে প্রশ্ন ইডির
ED: বসিরহাটের তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের পর এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ED।
প্রকাশ সিনহা, কলকাতা: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে (Flat Corruption Case) এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ED। ফ্ল্যাট বিক্রির নামে বাজার থেকে তোলা কোটি কোটি টাকা কোথায় গেল? সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বোর্ড মিটিংয়ে আর কারা থাকতেন? এসব বিষয়ে জানতে চায় ইডি, খবর সূত্রের।
রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ED: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ইডির মুখোমুখি হলেন আরও এক অভিনেত্রী। বসিরহাটের তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের পর এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ED।
রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থার বিরুদ্ধে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে মোট ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা তোলার অভিযোগ ওঠে। অভিযোগ, ৯ বছরেও বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট পাননি। আর অভিযুক্ত এই সংস্থারই ডিরেক্টর ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এপ্রসঙ্গে নুসরত জাহান আগেই বলেছিলেন, “যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে এবং যে কোম্পানির সঙ্গে আমি জড়িত ছিলাম, সেই কোম্পানির নাম হচ্ছে 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার', সেই কোম্পানি আমি ১ মার্চ, ২০১৭-এ রিজাইন করে দিয়েছি, সেই কোম্পানি থেকে।’’
এই প্রেক্ষাপটে ৩১ জুলাই, বিনিয়োগকারীদের নিয়ে ED'র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই মামলায় বুধবার, অভিনেত্রী রূপলেখা মিত্রকে সিজিও কমপ্লেক্সে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর ছিলেন রূপলেখা। ওই সংস্থার একাধিক নথিতে অভিনেত্রীর নাম ও সই মিলেছে বলেও দাবি করেছে ইডি। এবিষয়ে অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, “আমার কোথাও সই নেই, আমার কোনও অথরিটি ছিল না। কেউ দেখাতে পারবে না। আমি স্লিপিং ডিরেক্ট ছিলাম।’’
ফ্ল্যাট বিক্রির নামে বাজার থেকে তোলা কোটি কোটি টাকা কোথায় গেল? সংস্থার বোর্ড অফ ডিরেক্টররা যখন বৈঠকে বসতেন, সেখানে তিনি থাকতেন কিনা, থাকলে সেখানে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হত।না থাকলে, একজন ডিরেক্টর হয়েও, কেন তিনি বৈঠকে থাকতেন না।সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বোর্ড মিটিংয়ে আর কারা থাকতেন?সূত্রের খবর, রূপলেখা মিত্রর কাছে এসব বিষয়ে জানতে চায় ইডি। ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে মঙ্গলবার তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে দু-দফায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।