Job News: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে হতে চলেছে নিয়োগ, কাদের নিযুক্ত করবে এই ব্যাঙ্ক? শূন্যপদ কত?
Bank of Maharashtra Apprentice Recruitment 2024: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে পারে।
Jobs And Recruitments: নিয়োগ হতে চলেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে (Bank of Maharashtra)। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন জানাতে পারবেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in - এর মাধ্যমে। মোট ৬০০টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ১৪ অক্টোবর থেকে। আর এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করার আগে আবেদনকারীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের পোর্টালে রেজিস্টার করতে হবে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয় অর্থাৎ স্ট্রিমে। শুধু এই ডিগ্রি পেতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে। এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ভারত সরকার দ্বারা অনুমোদিত হতে হবে। স্থানীয় ভাষায় (রাজ্য বা এলাকা ভিত্তিতে ব্যাঙ্কের তরফে জানানো হবে) লেখা, বলা ও পড়া - তিন ব্যাপারেই সড়গড় হতে হবে আবেদনকারীদের। এছাড়াও আবেদনকারীদের দশম অথবা দ্বাদশ শ্রেণির রেজাল্ট বা সার্টিফিকেট প্রমাণ স্বরূপ দেখাতে হবে যে ওই স্থানীয় ভাষায় তাঁরা পঠনপাঠন করেছেন।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। আর সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই চাকরির জন্য। অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে যাঁরা নিযুক্ত হবে তাঁরা প্রতি মাসে ৯০০০ টাকার বৃত্তি পাবেন। এক বছরের জন্য চালু থাকবে এই বৃত্তি প্রকল্প।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। সেখানে দ্বাদশ শ্রেণি/ডিপ্লোমা- র নম্বর (শতাংশ) জানাতে হবে রেজিস্ট্রেশনের সময়। এরপর রাজ্য ভিত্তিতে তৈরি হবে মেধাতালিকা। আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেশি থেকে কম- এই ক্রমান্বয়ে সাজানো হবে মেধাতালিকা। এবার এখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
অসংরক্ষিত শ্রেণি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণি এবং ওবিসিদের জন্য ১৫০ টাকা + জিএসটি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের ১০০ টাকা + জিএসটি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। আর বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।
আরও পড়ুন- ন্যাশনাল বুক ট্রাস্টে এডিটোরিয়াল অ্যাসিট্যান্ট পদে নিয়োগ, ৫০ হাজার পর্যন্ত পাবেন বেতন
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI