Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ, ১৫ সেপ্টেম্বর ইন্টারভিউ
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহারে জুনিয়র রিসার্চ ফেলো ছাড়াও প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। মোট ৪ জনকে নিয়োগ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আরও পড়ুন :
কোচবিহার: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে Uttar Banga Krishi Viswavidyalaya (UBKV) গবেষক ও প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। আগামী ১৫ সেপ্টেম্বর হবে সেই ইন্টারভিউ।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহারে জুনিয়র রিসার্চ ফেলো ছাড়াও প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৪ জনকে নিয়োগ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুনিয়র রিসার্চ ফেলো পদে ৩জন ও প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১ জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ইন্টারভিউয়ের সময় সম্পর্ক বিশদে জানতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট Uttar Banga Krishi Viswavidyalaya (UBKV)https://www.ubkv.ac.in-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র রিসার্চ ফেলো-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর সয়েল সায়েন্সে এমএসসি ডিগ্রি থাকতে হবে। অথবা সয়েল অ্যান্ড ওয়াটার কনজারবেশনে ডিগ্রি আবশ্যিক চাকরিপ্রার্থীর।
প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। এ ছাড়াও কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ে জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর । সেই ক্ষেত্রে ট্যালি বা ইআরপি সফটওয়্যার জানাটা আবশ্যিক। প্রার্থীর যদি এই সম্পর্কিত ফিল্ডে ২ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ।
কীভাবে আবেদন করবেন ?
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য সরাসরি আগামী ১৫ সেপ্টেম্বর ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে বেলা ১২টা থেকে শুরু হবে জুনিয়র রিসার্চ ফেলোর ইন্টারভিউ পর্ব। প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ শুরু হবে দুপুর ২ টো থেকে। সব চাকরিপ্রার্থীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা, বয়সের সার্টিফিকেট ছাড়াও অন্যান্য নথি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন।
কোথায় হবে ইন্টারভিউ-RKVY বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার
Official website of Uttar Banga Krishi Viswavidyalaya (UBKV) — https://www.ubkv.ac.in
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI