Assembly Election Result 2023:তেলঙ্গানায় নয়া মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-ই, সর্বসম্মত সিদ্ধান্ত কংগ্রেসের
New CM Of Telangana:গুঞ্জন চলছিলই। মঙ্গলবার সন্ধেয় তাতে সিলমোহর দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
কলকাতা: গুঞ্জন চলছিলই। মঙ্গলবার সন্ধেয় তাতে সিলমোহর দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal)। তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী (New Minister Of Telangana) হতে চলেছেন রেবন্ত রেড্ডি (Revant Reddy)। ৭ ডিসেম্বর তাঁর শপথগ্রহণ, খবর সূত্রে।
সিদ্ধান্ত নিয়ে...
কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানালেন, সর্বসম্মত ভাবেই তেলঙ্গানা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্ত রেড্ডিকে বেছে নিয়েছে দল। বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিলেন শীর্ষ কংগ্রেস নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনের ওই বৈঠকেই রেবন্ত রেড্ডির নামে সিলমোহর পড়ে বলে খবর। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়া ওই বৈঠকে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, পি চিদম্বরম, রজনী পাটিল, মানিক্কম টেগোর, রভনীত সিং বিট্টু এবং তিরুবনন্তপুরমে সাংসদ শশী তারুর হাজির ছিলেন। সেখানেই সর্বসম্মত ভাবে রেবন্ত রেড্ডির নাম চূড়ান্ত হয়।
জল্পনা শেষ। তেলঙ্গানার নয়া মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি, ঘোষণা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের#KCBenugopal #Telengana #Congress #RevanthReddy pic.twitter.com/idjrHRSy8r
— ABP Ananda (@abpanandatv) December 5, 2023
তবে দলীয় সূত্রে খবর, এই নিয়ে প্রথমে ঐক্যমতে পৌঁছতে পারেননি শীর্ষ কংগ্রেস নেতারা। সেই কারণেই শপথগ্রহণ অনুষ্ঠান পর্ব পিছোতে হয় বলে একাংশের দাবি। জট কাটাতে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, তেলঙ্গানার কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা মানিকরাও ঠাকরে-সহ পর্যবেক্ষকদের দিল্লি যেতে হয়। পার্টি হাই কমান্ডের সঙ্গে কথা বলে জট কাটানোর জন্য তড়িঘড়ি এই পদক্ষেপ করেন তাঁরা। অতঃপর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা।
রেবন্ত রেড্ডি...
লোকসভা সাংসদ এবং দুই দফার বিধায়ক রেড্ডি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসেবে। তবে ২০০৭ সালে বিধান পরিষদে নির্দল সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে টিডিএসে যোগ দেন তিনি। ২০০৯ সালে কোডাঙ্গাল থেকে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভায় নির্বাচিত হয়ে আসেন। কিন্তু পরে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় টিডিএস ছাড়তে হয় তাঁকে। ২০১৭ সালে কংগ্রেসে আসেন রেবন্ত। তাঁকে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান করা হয়। দলের অন্দরেই বহু বিরোধী রয়েছে ৫৪ বছরের এই নেতার। শোনা যায়, কংগ্রেসের কার্যপদ্ধতির খোলনলচে বদলে দিতে শুরু করেছিলেন রেবন্ত। তাতেই কংগ্রেসের অন্দরে ক্ষোভ শুরু হয়। তা সত্ত্বেও তাঁকে বড় মঞ্চের নেতা হিসেবে তুলে ধরেছিল দল। নির্বাচনের আগে একাধিক মিছিলে দেখা যায় তাঁকে। প্রকাশ্য জনসভা এবং সাক্ষাৎকারে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া সমালোচনা শানাতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন:কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে মমতাকে কী কমিটমেন্ট 'ভাইজানের' ?