Election 2024: গণনাকেন্দ্রে গেলে 'খুনের হুমকি' বিজেপির কাউন্টিং এজেন্টকে, লিলুয়ার ঘটনা
BJP Polling Agent: লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় রাস্তার ধারে বিজেপির কাউন্টিং এজেন্টকে খুনের হুমকি দিয়ে পোস্টার ছড়ানোর ঘটনায় হইচই বেঁধে যায়
সুনীত হালদার, হাওড়া: কোথাও 'খুনের হুমকি', কোথাও আবার বেধড়ক 'মারধর'! ভোট মিটতে না মিটতেই হিংসার অভিযোগ দিকে দিকে। যেমন, লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় রাস্তার ধারে বিজেপির কাউন্টিং এজেন্টকে (BJP Counting Agent Threatened) খুনের হুমকি দিয়ে পোস্টার ছড়ানোর ঘটনায় হইচই বেঁধে যায়। যদি কারা ডিটিপি করে এই পোস্টার ছড়িয়েছে, তা নিয়ে দীর্ঘক্ষণ কোনও তথ্য ছিল না।
বিশদ...
আর দুদিন বাদে লোকসভা ভোটের ফলগণনা। তার আগে এই পোস্টার। অভিযোগ, পোস্টারে বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর গোবিন্দ হাজরাকে কাউন্টিং সেন্টারে গেলে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোবিন্দ হাজরার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ভয় দেখানোর জন্য এই ধরনের পোস্টার ছড়ায়। তবে তিনি ভয় পাচ্ছেন না, সে কথাও স্পষ্ট জানিয়ে দেন গোবিন্দ। তাঁর আরও দাবি, এবারের নির্বাচনে বিজেপি ভাল ফল করবে। গণনার দিনে তিনি কাউন্টিং সেন্টারেও যাবেন, জানিয়ে দিয়েছেন গোবিন্দ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অস্বীকার করেছে। ডোমজুর বিধানসভার ব্লক সভাপতি তাপস মাইতি জানান, তৃণমূল কংগ্রেস কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছে না। মানবতার জন্য লড়াই করছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে এই লড়াই। পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করলেই সত্যি বেরিয়ে আসবে। তৃণমূল কখনও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। ঘটনার প্রেক্ষিতে ওই বিজেপি নেতা জগদীশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। আজ সকালে তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়।
সন্দেশখালিতে উত্তেজনা...
রাজ্যের নানা প্রান্ত থেকেই সপ্তম দফা ভোটের পর দিন একাধিক অশান্তি-রক্তপাতের খবর এসেছে। সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় যেমন এদিন ফের ধুন্ধুমার বাধে। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড় চালানোর অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। গ্রাম থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনিয়ে নিলেন গ্রামের মহিলারা। পুলিশের বিরুদ্ধে গ্রামে ঢুকে অত্যাচারের পাল্টা অভিযোগে বিক্ষোভ দেখান মহিলারা। এছাড়া রবিবার নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকেও খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলে বিজেপি। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবার। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি করছে পরিবারের। পারিবারিক বিবাদের জেরে খুন, পাল্টা দাবি শাসক দলের।
আরও পড়ুন:ভোট পর্ব মিটলেও অশান্ত বাংলা, বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ