WB Lok Sabha Election 2024: "এটা আমার ঘর, এখানে আমি থাকতে এসেছি'' বহিরাগত বিতর্কে জবাব ইউসুফের
Lok Sabha Election 2024: গত ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেখান থেকেই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নামও ঘোষণা করা হয়।
কলকাতা: আজ থেকেই রাজনীতির ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অধীর-গড়ে প্রচার শুরু করলেন প্রাক্তন ক্রিকেট তারকা। আর ভোট প্রচারে নেমেই বহিরাগত বিতর্কে মুখ খুললেন তিনি।
That was a googly that could have taken the wicket of any batsman, but not @iamyusufpathan. Our MP candidate effortlessly hits the ball out of the park.
— All India Trinamool Congress (@AITCofficial) March 21, 2024
"PM Narendra Modi is from Gujarat but contests elections from Varanasi." What a way to settle the 'outsider' debate once on… pic.twitter.com/CYmggAoKCW
বহিরাগত বিতর্কে জবাব ইউসুফের: গত ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেখান থেকেই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নামও ঘোষণা করা হয়। আর তাতেই বহিরাগত তত্ত্বে সরব হয়েছে বিরোধীরা। এবার সেই বিতর্কের জবাব দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী। একইসঙ্গে তাঁর কথায় বুঝিয়ে দিলেন, তিনি এই বাংলারই ছেলে। এদিন তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। যেখানে ইউসুফ পাঠান বলেন, "নরেন্দ্র মোদি গুজরাতের হয়েও ভোটে লড়াই করেন বারাণসীর থেকে। মানুষের ভালবাসার ফল এটা। আপনার কাজ করার যে ক্ষমতা এবং ইচ্ছার জোরে দেশের যে কোনও প্রান্তে গিয়েই ভোটের লড়াইয়ে সামিল হতে পারেন। এটা তো আমার ঘর। আগেও বলেছি। এখানে আমি থাকতে এসেছি।''
প্রথমদিন প্রচারে নেমে এবিপি আনন্দের মুখোমুখি হয়েছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী। তাঁর সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। প্রথমবার ভোটে লড়াই থেকে জয়ের বিষয়ে আশাবাদী- এই সব বিষয়ই উঠে এল তাঁর কথায়।
প্রশ্ন: খেলার ময়দান থেকে কেন রাজনীতির ময়দানে?
ইউসুফ পাঠান: রাজনীতিতে আসব এমন কোনও লক্ষ্য ছিল না। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিন দিন সময় নিয়েছিলাম ভেবে দেখার জন্য। আমার দ্বারা মানুষের যদি কোনও উপকার হয়, তাই এই ময়দানে এসেছি।
প্রশ্ন: KKR যোগ তো ছিল, কিন্তু তৃণমূলের সঙ্গে যোগ কীভাবে?
ইউসুফ পাঠান: হ্যাঁ বলার জন্য অনেক কম সময় ছিল। তৃণমূল অনেক ভাল কাজ করেছে। উন্নয়ন করেছে অনেক। সেটা দেখে ভাল লাগে যে কাজ করছে। এমনকী বাচ্চাদের পড়াশোনরা জন্যও সাহায্য করে থাকে। তাই এসব দেখে ভাল লাগে।
প্রশ্ন: কেমন লাগছে বহরমপুরে?
ইউসুফ পাঠান: বহরমপুরে এসে বেশ ভাল লাগছে। অনেক ভালবাসা পেয়েছি মানুষের। প্রথম দিনই এই ভালবাসা পাব, ভাবতে পারিনি। একদম ঘরের মতো লাগছে।
প্রশ্ন: আপনার প্রতিপক্ষ অধীর চৌধুরী, কী বলবেন?
ইউসুফ পাঠান: আমি বিশ্বাস করি, যে কাজের জন্য এসেছি তাতে সফল হবই। বাবা মায়ের আশীর্বাদ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের