(Source: ECI/ABP News/ABP Majha)
Election Result 2024:'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন', ভোটে হারতেই দিলীপকে নিশানা দিন্দার
Dilip Ghosh Criticized: ভোটে হারতেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের।
কলকাতা: ভোটে হারতেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার (Ashoke Dinda Attacks Dilip Ghosh)। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের। 'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন', প্রশ্ন অশোক দিন্দার। আরও বললেন, 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না। রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা।' কিন্তু কেন এমন মন্তব্য করলেন অশোক দিন্দা? আলোচনায় উঠে আসছে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর একটি মন্তব্যের কথা।
দিন্দা যা বললেন...
'আমি ময়না থেকে জিতেছিলাম...এখন যদি আমাকে দল বলে, কঠিন আসন থেকে জিতে আসতে হবে, আমি সেটা মানব', প্রত্যয়ী দাবি ময়নার বিধায়কের। হেরে যাওয়ার পর তিনি কেন হেরে গেলেন, একথা বলবেন না, আরও জানিয়েছেন অশোক দিন্দা। তাঁর কথায়, 'দরকারে আগে বলতে পারতাম যে এই আসন নেব না। তখন কেন বললেন না?' দিন্দার প্রশ্ন, একসময়ের বিজেপির রাজ্য সভাপতি থাকার সুবাদে দিলীপ ঘোষের তো গোটা রাজ্যের সংগঠন হাতের তালুর মতো চেনার কথা। ময়নার বিজেপি বিধায়কের মন্তব্য়, 'আপনি বলতেই পারতেন, যে ওখানে আমি দাঁড়াব না। হেরে গিয়ে আর কথা বলে লাভ নেই।' এদিন দলের বর্ষীয়ান নেতার 'কাঠি' মন্তব্যের প্রেক্ষিতে প্রমাণও চেয়ে বসেন দিন্দা। প্রসঙ্গত, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে আগেও তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটে হেরে দলের রাজ্য় নেতৃত্বকে নিশানা করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
যা জানা গেল...
দিলীপের অভিযোগ ছিল, 'হারা আসনে প্রার্থী করা হয়েছিল।' তাঁর মতে, নেতৃত্ব ও নীতির জন্য় হেরে গিয়েছেন। এখানেই শেষ নয়। দিলীপকে বলতে শোনা যায়, 'প্রথমে রাজি না হলেও, পার্টির নির্দেশ মেনে গেছিলাম।' পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'ওল্ড ইজ গোল্ড।' দিলীপ বলেছিলেন, 'দলের ধারণা ছিল, আমি গেলে ওখানে জিতে যাব। মেদিনীপুর তো জেতা আসন। কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গিয়েছিলাম।' প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছিলেন সুকান্ত মজুমদার। পরে অবশ্য, কেন্দ্রে মন্ত্রিত্ব গ্রহণের আগে দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:'দুর্নীতিতে যুক্ত BJP প্রধান..', কোচবিহারে আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল TMC