Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ শতাংশ আসনে জয়, সংখ্যা প্রকাশ কমিশনের
EC Released Uncontested seats: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের।
কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ শতাংশ আসনে জয়। তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭টি আসনে ৯০০৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের সংখ্যা প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission)।
গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১৬টি আসনে। দক্ষিণ ২৪ পরগনার ৬৩৮৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১৭৬৭টি আসনে। দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত সমিতির ৯২৬টি আসনের মধ্যে ২৩৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্য়ে ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়।
প্রসঙ্গত, মনোনয়ন-কোন্দলে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লক! পুলিশের সামনেই দিনভর লাঠি হাতে দাপিয়ে বেড়ায় তৃণমূলেরই দুই গোষ্ঠী! অশান্তির সেই ঘটনায় এবার, রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। ক্যানিং-এ লাগামছাড়া সন্ত্রাসে গুলিবিদ্ধ হন দু'জন তৃণমূলকর্মী, রক্ত ঝরে পুলিশেরও। এরপরই, সুবীর সান্য়াল নামে এক আইনজীবী আদালতে মামলা রুজু করেন।
দাবি করেন, ক্য়ানিং ১ নম্বর ব্লকের ৩০টি গ্রাম পঞ্চায়েত ও ১০টি সমিতির ২৭৪টি পদে বিরোধী রাজনৈতিক দলের কোনও প্রতিনিধিকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। ২৭৪ জন প্রার্থীর কেউ মনোনয়ন জমা দিতে পারেননি। এরই প্রেক্ষিতে, শুক্রবার বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে? এরপরই সোমবারের মধ্য়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ক্যানিং-এর ১ নম্বর ব্লকে মনোনয়নে অশান্তির ঘটনায় এবার রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, আদালতে পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করার আবেদন জানালেন বিরোধী দলনেতার আইনজীবী। মনোনয়ন পর্বে মহিলা প্রার্থীদের উপর আক্রমণের প্রতিবাদে আজ মিছিল করে মহিলা কমিশনে ডেপুটেশন দিতে যায় বাম-আইএসএফ ও কংগ্রেসের মহিলা মোর্চা।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
মনোনয়ন-কোন্দল ঘিরে, এমনই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লক!পুলিশের সামনেই দিনভর লাঠি হাতে দাপিয়ে বেড়ায় তৃণমূলেরই দুই গোষ্ঠী! সেই অশান্তির ঘটনায় এবার, রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্য়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।