PM Modi in Cooch Behar: কোচবিহারে মোদির মুখে রাজবংশী-মতুয়া ভাবাবেগের কথা, CAA নিয়ে তুলোধনা বিরোধীদের
Lok Sabha Election: কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে এবারও বিজেপিকে জেতানোর ডাক দিয়েছেন মোদি
কোচবিহার: কোচবিহারের সভা থেকে কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে বিজেপি প্রার্থীদের জন্য় সভা করলেন মোদি। তাঁর ভাষণে উঠে আসে ওই এলাকার উন্নয়নের প্রসঙ্গ। উঠে এসেছে সিএএ থেকে শুরু করে কোচবিহার-আলিপুরদুয়ার এলাকার বাসিন্দাদের প্রসঙ্গ।
২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গে একচেটিয়া ভাল ফল করেছিল বিজেপি। তৃণমূলকে পিছনে ফেলে পাহাড় থেকে ডুয়ার্সের আসন পরপর দখল করেছিল বিজেপি। ২০২১ এর বিধানসভা ভোটে তেমন ভাল ফল করতে না পারলেও এবারের লোকসভা ভোটে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী বিজেপি। ঝড় উঠেছে প্রচারে।
মোদি বলেন, 'কোচবিহার, আলিপুরদুয়ার- এই পুরো এলাকায় অনন্ত সম্ভাবনার ক্ষেত্র। বিজেপি সরকার এই পুরো এলাকার উন্নয়নের জন্য টানা কাজ করে আসছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসা করা যাতে সুবিধা হয়। আইনি পদ্ধতিতে সহজে যাতে আসা-যাওয়া করা যায়- তার জন্য চেষ্টা করা হচ্ছে। তৃণমূল, বাম, কংগ্রেসের- জোট মিথ্যা প্রচার করছে। রাজবংশী, নমঃশূদ্র ও মতুয়া সঙ্গীদের কখনও পরোয়া করেননি ওরা।' কোচবিহারে বাংলাদেশ সীমান্ত রয়েছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেমন বাংলাদেশে সঙ্গে যোগাযোগ রয়েছে এই জেলার বাসিন্দাদের। তেমনই বিভিন্ন কারণে যাতায়াতও রয়েছে। ফলে বাণিজ্য সংক্রান্ত এবং যাতায়াত সংক্রান্ত পদ্ধতি সহজ হলে এই জেলার বাসিন্দাদের অনেকেরই সুবিধা হবে, জেলার অর্থনীতির জন্যও ভাল হবে।
The politics of TMC, Congress and Left is based on lies, deceit and false propaganda. Addressing a massive @BJP4Bengal rally in Cooch Behar. https://t.co/15HtFpP27v
— Narendra Modi (@narendramodi) April 4, 2024
রাজবংশী অধ্যুষিত কোচবিহারে সভা থেকে সিএএ ইস্যু নিয়েও মুখ খোলেন মোদি (PM Modi in Lok Sabha Election 2024 Campaign)। নিশানা করেছেন বিরোধীদের। মোদির তোপ, 'বিজেপি সিএএ (Modi on CAA) নিয়ে আসায় এরা ভুয়ো খবর ছড়াচ্ছে। সিএএ নিয়ে অপপ্রচার করা হচ্ছে। প্রত্যেক পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। অপপ্রচার করাই তৃণমূল-বাম-কংগ্রেস জোটের কাজ। বাংলায় তৃণমূল-বাম-কংগ্রেস পরস্পরের সঙ্গে লড়াই করছে। আর দিল্লিতে একসঙ্গে থাকে, একসঙ্গে খাবার খায়। দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'আমার ভারত আমার পরিবার...' শক্তিশালী সরকার গড়তে পদ্মচিহ্নে ভোট দেওয়ার ডাক মোদির