(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021: ভোটারদের হুমকি কৌশানীর, অভিযোগ বিজেপির, বক্তব্য বিকৃতি, দাবি তৃণমূল প্রার্থীর
প্রচারে গিয়ে ভোটারদের হুমকির অভিযোগ কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী। ভিডিও ট্যুইট করে কৌশানীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।
নদিয়া: ‘ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’। প্রচারে গিয়ে ভোটারদের এভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল প্রার্থীর বক্তব্যের ভিডিও ট্যুইট করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। হুমকির অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের দাবি, বিজেপি-শাসিত রাজ্যের আইনশৃঙ্খলার কথা বলেছিলাম। মাত্র একটা অংশ কেটে প্রচার করা হচ্ছে, দাবি কৌশানীর।
তিনি বলেছেন, ‘বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলার কথা বলেছিলাম। বক্তব্যের মাত্র একটা অংশ কেটে প্রচার করা হচ্ছে’।
তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর নিগ্রহের কথা বলতে গিয়েই তিনি ওই কথা বলেছিলেন। কিন্তু তার একটা অংশ কেটে প্রচার করছে বিজেপি। সেটা শুনে মনে হচ্ছে যেন তিনি হুমকি দিচ্ছেন। কৌশানী জানিয়েছেন, তাঁর টিমকে তাঁর বক্তব্যের পুরো অংশ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলেছেন।
এদিকে, নদিয়ার আসাসনগরের ডাফরকোটায় কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানির মিছিলে বিশৃঙ্খলা। রোড শো চলাকালীন বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান। পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূল সমর্থকদের। দুপক্ষের হাতাহাতি হওয়ার উপক্রম হলে থামায় পুলিশ।