West Bengal Lok Sabha Elections 2024 Exit Poll : দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?
WB Lok Sabha Election Exit Poll : পশ্চিমবঙ্গে বিজেপি ( BJP ) কি ৩৫ এর টার্গেট ছুঁতে পারবে? নাকি তৃণমূলের ভবিষ্যদ্বাণী সত্যি হবে ?
কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) মহাযজ্ঞ শেষ দফা চলছে। মঙ্গলবার ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি ( BJP ) কি ৩৫ এর টার্গেট ছুঁতে পারবে? নাকি তৃণমূলের ভবিষ্যদ্বাণী সত্যি হবে ? তা দেখার অপেক্ষায় বসে সকলে। সকলের মনে একটাই প্রশ্ন, কী হতে চলেছে বাংলায়?
২০১৯ সালে ২০১৪-র থেকেও বেশি সংখ্যা নিয়ে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ। ১৯৮৪-র পর এই প্রথম কোনও দল পরপর দু’বার একার জোরে ম্যাজিক ফিগার টপকায়। লোকসভা ভোটের ফলে দেশের রঙ হয়ে ওঠে গেরুয়া। ২০১৪-য় মোদি ঝড়, ২০১৯-এ মোদি-সুনামিতে ম্লান হয়ে যায় বিরোধীরা। মোদি ম্যাজিকের ওপর ভর করে ১৯৮৪-র পর ২০১৯ এ প্রথম কোনও দল টানা দ্বিতীয়বার লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তার আগে এই সাফল্যের রেকর্ড ছিল কংগ্রেসের।
২০১৯ এ মোদি ঝড়ে ওলোটপালোট হয়ে যায় এ রাজ্যের সমীকরণও। বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূলের প্রাপ্ত আসন ৩৪ থেকে নেমে আসে ২২-এ। অন্যদিকে বিজেপির আসন ২ থেকে এক ধাক্কায় ৯ গুণ বেড়ে হয় ১৮।
এবার কোনদিকে এগোচ্ছে বাংলা ? সারা ভারতে কি 'ইস বার ৪০০ পার' - এর স্লোগান সার্থক হবে বিজেপির ? একাধিক প্রশ্নের উত্তর পেতে রাজ্যজুড়ে সমীক্ষা চালিয়েছিল বুিভিন্ন সমীক্ষাকারী সংস্থা। দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? কী বলছে EXIT POLL? জানা যাবে আজই। সন্ধে ৭ টায়। দেখা যাবে এবিপি আনন্দে। এছাড়াও এবিপি আনন্দ-র সোশ্যাল প্ল্যাটফর্ম গুলিতে চোখ রাখুন।
EXIT POLL দেখুন নিচের লিঙ্কে -
আরও পড়ুন :
১ ঘণ্টায় ক্যাশলেস চিকিৎসা!আর? স্বাস্থ্যবিমা নিয়ে নয়া নিয়মে আপনার কী কী সুবিধা?
১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলল এবারের ভোট। ৭ টি পর্বে নির্বাচন অনুষ্ঠিত হল এবারের ভোট । ভোট গণনা হবে ৪ জুন। প্রথম ধাপে ১০২ টি, দ্বিতীয় ধাপে ৮৯ টি, তৃতীয় ধাপে ৯৪ টি, চতুর্থ ধাপে ৯৬ টি, পঞ্চম ধাপে ৪৯ টি, ষষ্ঠ ধাপে ৫৭ টি এবং সপ্তম ধাপে ৫৭ টি আসনে নির্বাচন হল। একই সাথে ২৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও অনুষ্ঠিত হল।