Amir Khan: আমিরের প্রেম মেনে নিয়েছে পরিবার? এই প্রথম মুখ খুললেন অভিনেতার দিদি
Amir Khan News: আমিরের প্রেমিকা গৌরীর ৬ বছরের এক সন্তান রয়েছে। বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না

কলকাতা: আগেই পরিবারের সঙ্গে আলাপ করিয়েছিলেন প্রেমিকা গৌরী স্প্রাত (Gauri Spratt)-কে। তবে কী প্রতিক্রিয়া ছিল পরিবারের? তা কিন্তু আসেনি সবার সামনে। এবার গৌরীকে নিয়ে মুখ খুললেন আমির খানের বোন নিখত হেগড়ে। ইতিমধ্যেই নাকি গৌরীর সঙ্গে আলাপ হয়ে গিয়েছে তাঁর। আমিরের সঙ্গে গৌরীর সম্পর্কের কথাও ইতিমধ্যেই সবার জানা। শাহরুখ খান ও সলমন খানের সঙ্গেও নাকি গৌরীর আলাপ করিয়ে দিয়েছেন আমির। আর এবার, আমিরের পরিবারের তরফে গৌরীকে নিয়ে প্রথম মুখ খুললেন নিখত। কী বললেন তিনি?
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে নিখত গৌরীর প্রসঙ্গে বলেছেন, 'আমরা আমিরের এই সম্পর্কটা নিয়ে ভীষণ খুশি। আমির আর গৌরীকে নিয়েও ভীষণ খুশি। গৌরী মানুষ হিসেবে খুব ভাল। আমরা কেবল চাই, ওরা দু জন চিরজীবন খুশি থাকুক।' অর্থাৎ আমিরের পরিবারের সবাই ও ভীষণ খুশি হয়েই মেনে নিয়েছেন গৌরীকে। আমির খানের প্রাক্তনরাও তাঁর এই সম্পর্কের কথা জানেন। গৌরীর সঙ্গে সম্পর্কের কথা সরাসরি সামনে আসার পরেও কিরণ রাও আমির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।
আমিরের প্রেমিকা গৌরীর ৬ বছরের এক সন্তান রয়েছে। বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তাঁর কাছে আমির একজন সাধারণ মানুষ। আর প্রেমিকার এই সারল্যই টেনেছিল আমিরকে। অভিনেতার অভিনীত খুব কম ছবিই দেখেছেন গৌরী। এর মধ্যে রয়েছে 'দঙ্গল' ও 'লগান'। গৌরী নাকি বলিউডের সঙ্গেও তেমন অভ্যস্থ নন। তবে আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে গৌরী ধীরে ধীরে অভ্যস্থ হচ্ছেন বলিউডের সঙ্গে। ইতিমধ্যেই আলাপ সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) সঙ্গেও। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমির এদিন এও স্পষ্ট করেই জানিয়ে দেন যে তিনি ও গৌরী একত্রবাস করছেন।
গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
