Tollywood Actress: সবসময়েই থাকেন চর্চায়, ছোট্টবেলার ছবি দেখে এই টলি অভিনেত্রীকে চিনতে পারছেন?
Childhood Photo of Tollywood Actress: ঝলমলে জামা, গলায় ও মাথায় ফুলের মালা.. একেবারে নাচের সাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কিন্তু ছবি দেখে এই অভিনেত্রীকে চেনা দায়.. আপনি কি চিনতে পারছেন?

কলকাতা: ছোটপর্দায় তিনি বেশ জনপ্রিয় অভিনেত্রী। সদ্যই নতুন জীবন শুরু করেছেন এই অভিনেত্রী। মা হয়েছেন তিনি। জনপ্রিয় বিধায়ক অভিনেতাকে বিয়ে করার পর থেকেই তিনি বেশ চর্চায়। তাঁরা নিজেদের জীবনের প্রায় প্রতিটা খুঁটিনাটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। আর সদ্যই সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার একটি ছবি শেয়ার করে নিয়েছেন এই অভিনেত্রী। ঝলমলে জামা, গলায় ও মাথায় ফুলের মালা.. একেবারে নাচের সাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। মাথায় রয়েছে ওড়নাও। কিন্তু ছবি দেখে এই অভিনেত্রীকে চেনা দায়.. আপনি কি চিনতে পারছেন?
এই অভিনেত্রী হলেন শ্রীময়ী চট্টরাজ। এক বছরের কিছু বেশি সময় আগেই বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ও হয়েছেন তিনি। তাঁদের একরত্তি সন্তান ও কোলে এসেছে। নাম কৃষভি। তাঁকে ঘিরেই এখন শ্রীময়ী আর কাঞ্চনের জীবন আবর্তিত হচ্ছে। যদিও কাঞ্চন পুরোদমে কাজ করছেন। ধীরে ধীরে কাজে ফিরছেন শ্রীময়ীও। সদ্য রক্তবীজ ছবির সিক্যুয়ালের শ্যুটিংয়ে ছিলেন শ্রীময়ী। একজন অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু কীভাবে শুরু হয়েছিল শ্রীময়ীর কেরিয়ার?
এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছিলেন, 'আমি ছোট থেকেই পড়াশোনায় ভাল। স্কুলে প্রথম-দ্বিতীয়-তৃতীয়ের মধ্যেই থাকতাম। বাবা তাই কখনোই চাননি আমি অভিনয়ে পা রাখি। কিন্তু আমার ভীষণ শখ ছিল অভিনয় করার। তখন অল্প বয়স, ক্লাস এইট... আমায় খুব টানত ওই গ্ল্যামারটা। আমার পাড়ার এক দিদি অভিনয় করতেন, তাঁকেই বলেছিলাম একটা সুযোগ করে দিতে। সেই করেই আমার প্রথম অভিনয়ে সুযোগ পাওয়া। 'বাবুসোনা' ধারাবাহিকে ৩ দিনের একটা ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলাম। সেখানেই কাঞ্চনের সঙ্গে আমার বেশি আলাপ। কিন্তু তখন কাঞ্চনের সঙ্গে আমার বন্ধুত্বটাও সেভাবে তৈরি হয়নি। তবে সেই সময় থেকেই যেন অভিনয়ের খিদেটা আমায় পেয়ে বসে।'
এরপর পড়াশোনা, উচ্চমাধ্যমিক.. অভিনয়ে কিছুটা বিরতি পড়ে শ্রীময়ীর। তবে এই অভিনয়ের খিদেটা কখনোই স্থির থাকতে দেয়নি শ্রীময়ীকে। বলছেন, 'উচ্চমাধ্যমিকের পরে আমি শুরু করলাম বিভিন্ন হাউজ়ে হাউজ়ে যাওয়া। অডিশন দেওয়া, ছবি জমা দিয়ে আসা... একদম আর পাঁচ জনের মতোই। এভাবেই চলতে চলতে এক অভিনেত্রী আমায় স্নেহাশীষ চক্রবর্তীর নম্বর দিলেন। বললেন, তাঁর হাউজ়ে গিয়ে একবার চেষ্টা করতে। সেই মতো একদিন দাসানিতে ছবি জমা দিয়ে বেরোচ্ছি, মুখোমুখি স্নেহাশীষদার সঙ্গে দেখা হল। উনি আমায় ডাকলেন, প্রশ্ন করলেন আমি কেন এসেছি? জানালান, অভিনয় করতে চাই। এখনও মনে আছে, স্নেহাশীষদা আমার হাইট জানতে চেয়েছিলেন, আর জানতে চেয়েছিলেন আমি সাঁতার, ড্রাইভিং বা গান কিছু পারি কি না। জানিয়েছিলাম, কিছুই পারি না। উনি প্রশ্ন করেছিলেন, 'অভিনয় করবে, মনে সাহস আছে?' আমি বলেছিলাম, 'হ্যাঁ'। তখন বলেছিলেন, 'ছবি জমা দিয়ে চলে যাও। আমার হাউজ় তোমার সঙ্গে যোগাযোগ করবে।' সত্যি বলতে আমি কোনও প্রত্যাশাই করিনি। কিন্তু কয়েকদিনের মধ্যেই ওঁর হাউজ় থেকেই ফোন পেলাম। আমার লুক সেট হল। 'তুমি রবে নীরবে' ধারাবাহিক ছিল। সেটাই আমার প্রথম কাজ। প্রথম ধারাবাহিকের শুরু।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
