Arindam Ganguly Exclusive: ভাল কাজের মারাত্মক খিদে রয়েছে সোহমের মধ্যে: অরিন্দম গঙ্গোপাধ্যায়
সোহম চক্রবর্তী এবং প্রিয়ঙ্কা সরকার অভিনীত 'কলকাতার হ্যারি' মুক্তি পাবে ৬মে। তার আগে এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা এবং প্রযোজক সোহম চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ অরিন্দম গঙ্গোপাধ্যায়
কলকাতা: কলকাতার হ্যারি (Kolkatar Harry)। প্রাইমারি স্কুলের এক কারপুল ড্রাইভারের গল্প। নাম হরিনাথ পাত্র। গরীব এই ড্রাইভার হ্যারি পটার সিরিজের আবার অত্যন্ত অনুরাগী। দারুণ গল্প বলতে পারে সে। কলকাতার রাস্তায় ম্যাজিক দেখাতে ভালোবাসে সে। গল্পে রয়েছে আরও এক চরিত্র, নাম তিতলি। ১০ বছরের এই একরত্তিকে নিয়ে সারাদিন চিন্তায় থাকে তার মা। আর আছে তাঁর ১৪ বছরের বড় দিদি মোহর। শিক্ষকতা করে সে। এই তিন চরিত্রের গল্প, বন্ধুত্ব আর ওঠাপড়া নিয়েই আবর্তিত হবে 'কলকাতার হ্যারি'-র গল্প। এই চরিত্রকে নিয়েই আবর্তিত হয়েছে 'কলকাতার হ্যারি' -র গল্প। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ৬ মে। তার আগে এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা এবং প্রযোজক সোহম চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly)। এই ছবিতে তিনি যে শিশুটিকে নিয়ে আবর্তিত হয়েছে গল্প, তার বাবার চরিত্রে অভিনয় করছেন। বিশেষ সাক্ষাৎকারে এই ছবির পাশাপাশি স্নেহের 'বিট্টু'কে ভালোবাসায় ও প্রশংসায় ভরিয়ে দিলেন।
অভিনেতা-প্রযোজক সোহমের প্রশংসায় পঞ্চমুখ অরিন্দম গঙ্গোপাধ্যায়-
'কলকাতার হ্যারি' ছবিতে কাজের প্রসঙ্গে অভিনেতা, গায়ক এবং পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, 'এই ছবিতে আমার চরিত্রটা খুব বড় নয়। তবে, সোহম যেভাবে কাজ করছে তাতে ওর প্রশংসা না করে পারছি না। ভালো কাজের খিদে রয়েছে ওর মধ্যে। ওকে আমি অত্যন্ত স্নেহ করি। বিট্টুকে তো আর আমি নতুন দেখছি না। ওকে আমি ছোট থেকে দেখছি। বিট্টু যে ছোটদের জন্য ছবি তৈরি করার পরিকল্পনা করেছে, এটাই সবথেকে বড় প্রশংসার। আজকের দিনে যা ছবি তৈরি হচ্ছে। তাতে সবথেকে বেশি অবহেলিত শিশুরা। সেখানে ছোটদের জন্য ও যে ভাবনা থেকে ছবিটা করার কথা ভেবেছে, সেটা ভেবেই আনন্দ লাগছে।'
প্রযোজক হিসেবে সোহম-
অভিনয় দিয়ে কেরিয়ার শুরু। তারপর 'কলকাতার হ্যারি' ছবি দিয়েই প্রযোজক হিসেবে প্রথমবার দেখা যেতে চলেছে সোহম চক্রবর্তীকে। কতটা পরিবর্তন এসেছে তাঁর মধ্যে? অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, 'সোহম ভালো কাজ করার চেষ্টা করছে। ওর মধ্যে ভালো কাজের মারাত্মক খিদে রয়েছে। আর সেই খিদে থেকেই এই ছবি তৈরি করেছে সোহম। ওর প্রোডাকশনের এটা প্রথম ছবি। কিন্তু প্রথম ছবিতেই ও যা বিষয় ভেবেছে, তাতে আশা করছি ওর প্রোডাকশনে যে ছবিগুলি তৈরি হবে, তাতে ভালো কাজ দেখতে পাবে দর্শক। কিছুটা অন্যরকমের ছবি তৈরি করতে চাইছে বিট্টু। আজকের দিনে ছোটদের জন্য তৈরি হওয়া ছবির সংখ্যা খুবই কম। তাই এই গল্প দর্শকের মনে গেঁথে যাবে।'
ইতিমধ্যেই 'কলকাতার হ্যারি' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলারে মুগ্ধ নেট নাগরিকরা। রাজদীপ ঘোষের পরিচালনায় আগামী ৬ মে সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। দেখার আশায় দর্শকরা।
আরও পড়ুন - Ananya Panday Updates: অপছন্দের ব্যক্তিকে আনফলো নয়, তাহলে কী করতে পছন্দ করেন অনন্যা?