Arindam Sil Exclusive: 'মাঝরাতে বাড়িতে এসে ফিসফ্রাই খাওয়ার আবদার করতেন তরুণ কুমার'
Arindam Sil Exclusive: টুকরো টুকরো অনেক ঘটনা স্মৃতিতে ভেসে ওঠে অরিন্দমের। বলছেন, 'একবার রঙ্গনায় শো। সেদিন কলকাতায় খুব বৃষ্টি। হঠাৎ দেখি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে গিয়ে হাঁটু জল ভেঙে যাচ্ছেন দীপঙ্কর দে'
কলকাতা: পরিচালক নয়, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চে, অভিনেতা হিসেবে। 'রংমহল'-এর শেষ শো করেছিলেন তিনি, তারপর, কালের গভীরে হারিয়ে যায় 'রংমহল'। দীর্ঘদিন পরে এক সিনেমার হাত ধরেই ফের থিয়েটার পাড়ায় ফিরলেন তিনি। এখন তিনি পরিণত পরিচালক। কিন্তু ভুলে যেতে পারেন না থিয়েটারের স্মৃতি আর শিক্ষা। 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র কথা বলতে গিয়ে ফেলে আসা থিয়েটার পাড়ার স্মৃতিতে ডুব দিলেন অরিন্দম শীল (Arindam Sil)
একসময় নিয়মিত থিয়েটার করতেন তিনি। অরিন্দম বলছেন, 'আমার নাটক দেখতে আসতেন রবি ঘোষ (Robi Ghosh)।আমায় বলছিলেন, 'তুমি ভালো অভিনেতা, তোমার হবে।' একবার মনে আছে, নতুন শো দেখতে এসেছেন উনি। সেই থিয়েটারটা খুব একটা জমেনি। শো শেষে রবিদার কাছে গেলাম। উনি চুপ করে বসে আছেন। শেষে কেবল একটা কথাই বললেন, 'ভালো অভিনয়ও বিলিন হয়ে যায়, যদি গল্পে সম্পূর্ণতা না থাকে।'
আরও পড়ুন: Arindam Sil Exclusive: 'গল্পের শুরুতেই নামের মধ্যে ছিল খুনির ইঙ্গিত, সেই সূত্র ধরেই রহস্যভেদ'
টুকরো টুকরো অনেক ঘটনা স্মৃতিতে ভেসে ওঠে অরিন্দমের। বলছেন, 'একবার রঙ্গনায় শো। সেদিন কলকাতায় খুব বৃষ্টি। হঠাৎ দেখি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে গিয়ে হাঁটু জল ভেঙে যাচ্ছেন দীপঙ্কর দে। পরবর্তীকালে দীপঙ্করদাকে সেই দিনের কথা জিজ্ঞাসা করায় বলেছিলেন, 'কথা যখন দিয়েছি তখন সময়ে পৌঁছতে হবে।' আরও একজন মানুষ ছিলেন। শ্রীরূপদা। মৃত মায়ের দেহ বাড়িতে শায়িত রেখে পর পর দুটো শো করেছিলেন। থিয়েটারের প্রায় কেউ জানতেও পারেননি। শো শেষে মা-কে গিয়ে দাহ করেন।'
কেবল মনখারাপ নয়, সুখস্মৃতির ঝুলিটাও বেশ ভারি। অরিন্দম বলছেন, 'সেইসময় অভিনেতাদের মধ্যে একটা ভীষণ আত্মীয়তা ছিল, সারল্য ছিল। হয়তো পাড়ায় কোনও শো করতে এসেছেন তরুণ কুমার। রাত ১২টার সময় হঠাৎ আমার বাড়িতে এসে হাজির। কড়া নেড়ে আবদার, আমার মায়ের হাতের ফিসফ্রাই খাবেন। তখন বাড়িতে তরুণ কুমার নিজে এসেছেন মানে সবাই ভীষণ খুশি। তখনই শুরু হল তোড়জোড়। এখন অভিনেতারা অনেক বেশি পেশাদার হয়েছে, কাজের ধরণ বদলেছে, কিন্তু এই সারল্য খুব কম মানুষের মধ্যে রয়েছে।'