Belashuru: ২৭ মে গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু', শুভেচ্ছা জানালেন ভাগ্যশ্রী, আরবাজ
Belashuru: বাংলার পরে এবার গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), স্বাতীলেখা সেনগুপ্তের স্মৃতি বিজড়িত এই ছবিতে শুভেচ্ছা জানাল বলিউড।
কলকাতা: বাংলার পরে এবার গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), স্বাতীলেখা সেনগুপ্তের স্মৃতি বিজড়িত এই ছবিতে শুভেচ্ছা জানাল বলিউড। ভাগ্যশ্রী ও আরবাজ খান সোশ্যাল মিডিয়ায় 'বেলাশুরু' (Belashuru)-র মুক্তির দিন শেয়ার করে শুভেচ্ছা জানালেন ছবিটিকে। ২৭ মে গোটা ভারতে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'।
'বেলাশুরু'র প্রতি সম্মান
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। সদ্যই 'আমূল' নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ক্রিয়েটিভ পোস্ট করে।
'বেলাশুরু'র বিখ্যাত পোস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) বসে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) চুল আঁচড়ে দিচ্ছেন। প্রয়াত দুই কিংবদন্তি তারকাকে সম্মান জানিয়ে তাঁদের সেই পোস্টারকেই রিক্রিয়েট করা হয়েছে আমূলের তরফে। তাতে 'আমূল ফ্লেভার' যোগ করতে স্বাতীলেখা সেনগুপ্তের সামনে আয়না ধরেছে 'আমূল গার্ল'।
পোস্টের ওপরে লেখা, 'এই "বেলা" কখনও শেষ হবে না... আমূল, স্বাদ এর থেকে "শুরু"...'। ছবির ক্যাপশনে লেখা, 'বেলাশুরু, সিনেমাটি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শ্রীমতি স্বাতীলেখা সেনগুপ্তের কামব্যাক তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্রে এই প্রথমবার কোনও সিনেমার উভয় প্রধান অভিনেতা ও অভিনেত্রী মারা গেছেন।'
আরও পড়ুন: Sonu Sood: ১ পায়ে ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যায় খুদে, ভিডিও শেয়ার করে 'কুর্ণিশ' সোনু সুদের
প্রথম সপ্তাহান্তেই অপ্রতিরোধ্য 'বেলাশুরু'-র দৌড়। মুক্তির প্রথম রবিবার গোটা পশ্চিমবঙ্গের ১৫০টা শো প্রায় হাউজফুল। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নেওয়া হয় প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'-এর তরফ থেকে। প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ ছিল। আর প্রথম সপ্তাহের শেষেও অব্যহত সেই জয়যাত্রা।
এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। কিন্তু বর্তমানে তাঁরা কেউই আর ইহলোকে নেই। ফলে ছবির গোটা টিমই এই সিনেমাটি তাঁদের উৎসর্গ করেছেন। শ্যুটিং থেকে ডাবিং, দুই তারকার একাধিক ভিডিও, গল্প বিভিন্ন সময়ে ভাগ করে নিয়েছেন পরিচালকদ্বয়।